Shruti Das on RG Kar Issue: 'ওয়াকা ওয়াকা' -র সুরে শ্রুতি লিখলেন, 'সেরে ওঠো কলকাতা'.. গান জুড়ে দাবি রইল তিলোত্তমার ন্যায়বিচারের
Shruti Das on Social Media: শ্রুতি কেবল সোশ্যাল মিডিয়ায় নয়, রাস্তায় নেমেও আন্দোলন করেছে। মিছিলে হেঁটেছেন, স্লোগান দিয়েছেন। ভাইরাল হয়ে গিয়েছিল সেই আন্দোলনে শ্রুতির বলা কয়েকটা কথা
কলকাতা: পেশায় অভিনেত্রী হলেও, তাঁর গানের গলাও বেশ ভাল। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছোট্ট ছোট্ট গানের ভিডিও বেশ ভাইরালও হয়। আর সদ্য, এই অস্থির পরিস্থিতি নিয়ে.. কলকাতার সেরা ওঠার প্রার্থনা নিয়ে গান লিখলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। শাকিরার গাওয়া বিখ্যাত গান 'ওয়াকা ওয়াকা' (Waka Waka)-র সুরেই শ্রুতি গেয়ে উঠলেন, প্রার্থনা করলেন.. 'সেরে ওঠো কলকাতা'। আর তাঁর সেই গান মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর এই প্রয়াস যে দর্শকদের মনে ধরেছে তা কমেন্টবক্স দেখলেই বোঝা যায়।
শ্রুতি কেবল সোশ্যাল মিডিয়ায় নয়, রাস্তায় নেমেও আন্দোলন করেছে। মিছিলে হেঁটেছেন, স্লোগান দিয়েছেন। ভাইরাল হয়ে গিয়েছিল সেই আন্দোলনে শ্রুতির বলা কয়েকটা কথা। অনেকেই সেই কথা শেয়ার করে লিখেছিলেন সত্যিই সাহসী অভিনেত্রী হলে এভাবে কথা বলা যায়। এর আগেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার জন্য কলম ধরেছিলেন শ্রুতি। তাঁর লেখায় উঠে এসেছিল নির্যাতিতার কথা। উঠে এসেছিল কীভাবে একটা মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যায় অকস্মাৎ। শ্রুতি লিখেছিলেন, তাঁর ঘুম আসছে না। আর আজকে তাঁর গান সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে।
শ্রুতির গানে উঠে এসেছে একতার কথা, হাতে হাত রেখে লড়াইয়ের কথা, তিলোত্তমার জন্য ন্যায়বিচারের কথা। সদ্য সোশ্যাল মিডিয়ায় স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন শ্রুতি। অভিনেত্রী যে তাঁর স্বামীকে নিয়ে গর্বিত, সেই লেখনীই উঠে এসেছিল তাঁর কলমে। বর্তমানে টলিউডে অস্থির অবস্থা চলছে। একের পর এক পরিচালক ও অভিনেতার ওপরে অভিযোগ উঠছে শ্লীলতাহানির। সেই পরিস্থিতিতেই শ্রুতি জানিয়েছিলেন যে তিনি তাঁর স্বামীকে নিয়ে কতটা গর্বিত কারণ তাঁর স্বামী, স্বর্ণেন্দুর কাছে যে কোনও মহিলা কর্মীরা নিরাপদ অনুভব করেন।
একটা সময়ে সম্পর্ক নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়েছে শ্রুতি। এই লেখায় সেই সমস্ত কটাক্ষেরও জবাব দিয়েছেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Rahul-Preeti: একরত্তি মেয়েকে নিয়ে শান্তির ঘুম.. রাহুলের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।