Sourav Chakraborty: স্টার নয়.. ওঁকে অভিনেত্রী হিসেবে পেয়েছি
Sourav Chakraborty on Debosree Roy: 'ফ্লোরে প্রথমদিন কয়েক ঘণ্টার মধ্যেই দেবশ্রীদি নিজেকে এত সহজ করে নিয়েছিলেন, মনেই হয়নি উনি এত বড় তারকা'
তোর্ষা ভট্টাচার্য্য, কলকাতা: শ্যুটিং শেষ হয়নি এখনও.. কাজ চলছে জোরকদমে। কিন্তু তাঁর কাছে এই কাজটা স্বপ্ন সফল হওয়ার মতোই। তারকার সঙ্গে কাজ করবেন ভেবে প্রথমটা একটু চাপ থাকলেও, তা কেটে গিয়েছিল শ্যুটিং ফ্লোরেই। সেই গল্পই এবিপি লাইভকে শোনালেন পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)।
'কেমিস্ট্রি মাসি' (Chemistry Mashi)-র চিত্রনাট্য লেখার সময়েই সৌরভের মাথায় ছিল দেবশ্রী রায় (Debosree Roy)-এর কথা। সৌরভ বলছেন, 'দুঁদে অভিনেতাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে, তবে কোনও তারকার সঙ্গে এই প্রথম কাজ করা। দেবশ্রীদিকে যখন চিত্রনাট্য শোনাতে টলি ক্লাবে যাই, উনি রাজি হয়েছিলেন। তবে আমাদের মনে একটা দ্বিধা ছিল। ছবিটা যে কেবল উনি কেন্দ্রিক তাই নয়.. যথেষ্ট পরিশ্রম রয়েছে কেমিস্ট্রি মাসিকে ফুটিয়ে তুলতে। উত্থানের গল্প, সত্যের মুখোমুখি হওয়া, লোকেসনে শ্যুট.. সব মিলিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল। তবে কাজে নেমে বুঝলাম, চরিত্র নিয়ে যথেষ্ট আকর্ষণ রয়েছে ওঁর। এমনি এমনি রাজি হননি।'
সিরিজের শ্যুটিং হয়েছে কলকাতা আর আশেপাশের অঞ্চলেই। সৌরভ বলছেন, 'ফ্লোরে প্রথমদিন কয়েক ঘণ্টার মধ্যেই দেবশ্রীদি নিজেকে এত সহজ করে নিয়েছিলেন, মনেই হয়নি উনি এত বড় তারকা। যাঁর ছবি দেখে আমরা বড় হয়েছি, তাঁকে পরিচালনা করতে পারা আমার কাছে একটা বড় পাওয়া। আমাদের খুব অল্পদিনে শ্যুটিং শেষ করতে হয়। মাঝে মাঝে খারাপ লাগত ওঁকে এত খাটাতে। তবে যথাসম্ভব সহযোগীতা করতেন উনি, মন দিয়ে সমস্ত কথা শুনতেন। ওঁর কাজ করার ধরণ দেখে বোঝা যায়, উনি অভিনয়ের মধ্যেই বেঁচে ছিলেন এবং তাই থাকবেন। শ্যুটিংয়ের কয়েক ঘণ্টার মধ্যেই উনি বুঝিয়ে দিয়েছিলেন, তারকা নয়.. উনি এসেছেন শুধুই অভিনেত্রী হয়ে।'
এ তো গেল পর্দার গল্প, অভিনয়ের গল্প। আর তার বাইরের দেবশ্রী? সৌরভ বলছেন, ' উনি ভীষণ আবেগপ্রবণ একজন মানুষ। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা তো আবেগগুলো ইমোজিতে সীমাবদ্ধ করতে শিখে গিয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে উনি ভীষণ আবেগে বাঁচেন এখনও। যতটুকু সময় পেয়েছি, গল্প করেছি ওঁর সঙ্গে। সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা।'
এসভিএফের প্রযোজনায় সৌরভের এই সিরিজে রয়েছেন, কুশল চক্রবর্তী, সৌম্য মুখোপাধ্যায়, ঋত্বিকা পাল, সপ্তর্ষী মৌলিক ও অন্যান্যরা। সৌরভ বলছেন, 'শুধু দেবশ্রীদি নয়... প্রত্যেক অভিনেতা নিজের নিজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন। শ্যুটিংয়ের সময় প্রত্যেকে সহযোগীতা করেছেন, নিজের ১০০ শতাংশটা দিয়েছেন। আশা করি মানুষের সিরিজটা ভাল লাগবে।'