Bengali Serial Update: মিতুলের গল্প শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে আরাত্রিকা, একঘেয়ে গল্পে বিরক্ত অনুরাগীরা!
Bengali Serial News Update: ৩ বোনের ভালবাসা ও সংসারের গল্প নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিক। এর আগে, খেলনাবাড়ি ধারাবাহিকে অভিনয় করছিলেন আরাত্রিকা।
![Bengali Serial Update: মিতুলের গল্প শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে আরাত্রিকা, একঘেয়ে গল্পে বিরক্ত অনুরাগীরা! Bengali Serial News: Aratrika Maiti is coming back with a new serial named Mithi Jhora Netizen wrote negative comments over the promo Bengali Serial Update: মিতুলের গল্প শেষ হতে না হতেই নতুন ধারাবাহিকে আরাত্রিকা, একঘেয়ে গল্পে বিরক্ত অনুরাগীরা!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/19/d01f16df7fe25444c22c75755ef7b3bd170039412664249_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ধারাবাহিক 'খেলনাবাড়ি' শেষ হতে না হতেই নতুন গল্পের মুখ্যভূমিকায় ফের আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। শুরু হচ্ছে ধারাবাহিক 'মিঠি ঝোরা'। এই গল্পে আরাত্রিকার সঙ্গে দেখা যাবে দেবাদৃতা বসু (Debadrita Basu) ও স্বপ্নিলা চক্রবর্তী (Swapnila Chakraborty)-কে। তিন বোনের গল্প নিয়ে এগিয়ে যাবে এই ধারাবাহিকের গল্প।
সদ্য প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। সেখানেই স্পষ্ট, ৩ বোনের ভালবাসা ও সংসারের গল্প নিয়েই এগিয়ে যাবে এই ধারাবাহিক। এর আগে, খেলনাবাড়ি ধারাবাহিকে অভিনয় করছিলেন আরাত্রিকা। এবার এই ধারাবাহিকে তাঁর সঙ্গে থাকছেন দুই নায়িকা। ধারাবাহিকের ট্রেলারে গল্পের যা আভাস পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে আরাত্রিকা বাড়ির বড় মেয়ের ভূমিকায় অভিনয় করছেন। বাবা তাঁর জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসেন।
কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাঁদের বাবা। আরাত্রিকার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা, তার সঙ্গেই দেবাদৃতার বিয়ে দিতে উদ্যত হয় আরাত্রিকা। সংসারের জন্য এই বলিদান কি মনে রাখবে আরাত্রিকার পরিবার? সেই গল্পই নিয়ে আসবে 'মিঠি ঝোরা'।
অন্যদিকে এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই কটাক্ষের শিকার হয়েছে তা। এই চ্যানেলেই সম্প্রচারিত হয় ধারাবাহিক 'সন্ধ্যাতারা'। সেই গল্পেও দেখানো হয় দুই বোনের ভালবাসা ও বোঝাপড়ার গল্প। অনেকেই বলেছেন, বোনেদের সম্পর্কের গল্পকে সামনে রেখেই ফের প্রতিযোগিতায় নামতে চাইছে এই ধারাবাহিক। অনেকে আবার বলেছেন, এই ধরণের গল্প না এনে যদি গোয়েন্দা গিন্নি বা মিঠাইয়ের মতো জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজন আনা হত, তাহলে ভাল হত। ট্রেলার দেখেই কমেন্টবক্স ভরেছে নেতিবাচক মন্তব্যে। তবে এই ধারাবাহিক কী কী নতুন চমক আনে, তা সময়ের সঙ্গে সঙ্গেই দেখা যাবে। প্রোমো প্রকাশ্যে আসলেও প্রকাশ করা হয়নি সম্প্রচারের দিন। এই ধারাবাহিক আসার ফলে কোনও ধারাবাহিক বন্ধ হবে কি না তাই নিয়েও জল্পনা রয়েছে।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)