Sourav Ganguly Biopic: লাভ ফিল্মসের প্রযোজনায় রুপোলি পর্দায় সৌরভ গঙ্গােপাধ্যায়ের বায়োপিক
Sourav Ganguly Biopic: ছবিটি প্রযোজনা করবে লাভ ফিল্মস। নিজের ট্যুইটারেও এই বিষয় পোস্ট করে জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।
কলকাতা: সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির পর এবার তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ছবিটির প্রযোজনা করছে লাভ ফিল্মস। সৌরভের ভূমিকায় অভিনয় করতে পারেন হৃত্বিক রোশন অথবা রণবীর কপূর। কবে থেকে ছবির শ্যুটিং শুরু হবে, তা এখনও ঠিক হয়নি। লাভ ফিল্মসের তরফে এই বিষয়ে জানানো হয়েছে।
নিজের ট্যুইটারেও এই বিষয়ে পােস্ট করেছেন সৌরভ। তিনি তাঁর ট্যুইটারে লিখেছেন, 'ক্রিকেট আমার জীবন। এটা আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে, মাথা উঁচু করে এগিয়ে যেতে সাহায্য করেছে, একটা উপভোগ্য জীবন দিয়েছে। সেই সফর নিয়ে ছবি করবে লাভ ফিল্মস। বড় স্ক্রিনে দেখানো হবে আমার জীবন। এটা জেনে রোমাঞ্চিত হচ্ছি।'
Cricket has been my life, it gave confidence and ability to walk forward with my head held high, a journey to be cherished.
— Sourav Ganguly (@SGanguly99) September 9, 2021
Thrilled that Luv Films will produce a biopic on my journey and bring it to life for the big screen 🏏🎥@LuvFilms @luv_ranjan @gargankur @DasSanjay1812
অনেকদিন ধরেই এই বিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক হতে পারে। এই বিষয়ে বলিউডে নিজের বায়োপিকে সম্মতিও দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন, ধোনির পর এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনি ফুটে উঠবে রূপোলি পর্দায়। দীর্ঘদিন ধরেই ধর্মা প্রোডাকশনের সঙ্গে কথা চলছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, কিন্তু সৌরভ রাজি ছিলেন না। অবশেষে লাভ ফিল্মস, প্রযোজক সংস্থার তরফে সৌরভের বায়োপিক রুপোলি পর্দায় আসতে চলেছে। ছবির পরিচালনায় দেখা যেতে পারে লাভ রঞ্জনকেই। যিনি এর আগে পেয়ার কা পঞ্চনামা, সোনু কে টিঁটু কি সুইটির মতো ছবি পরিচালনা করেছেন।
আরও পড়ুন: সৌরভ গঙ্গোপাধ্যায়-কে নিয়ে বায়োপিক, প্রধান চরিত্রে হৃতিক? জল্পনা
হৃতিক রোশনকে নিজের চরিত্রে অভিনয় করতে দেখতে চান বলেও জানিয়েছিলেন সৌরভ। পরে শোনা গিয়েছিল, এই চরিত্রে রণবীর সিংহকে ভাবা হয়েছে। পরিচালক কবীর খানের ৮৩-তে কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহকে। তাই এরপর ভাবা হয় রণবীর কপূরের কথা। তবে সৌরভের চরিত্রে হৃত্বিক রোশন ও রণবীর কপূরের মধ্যে কে আদৌ অভিনয় করবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। ডোনার চরিত্রে একটা সময় শোনা যাচ্ছিল যে দেখা যেতে পারে আলিয়া ভট্টকে। যদিও, সে বিষয়ও কোনও ঘোষণা করা হয়নি এখনও।