সুশান্ত মৃত্যুতদন্ত: রিয়া চক্রবর্তী, ভাই সৌভিক সহ ৬ অভিযুক্তের জামিনের আবেদন খারিজ
২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকবেন রিয়া
মুম্বই: রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ। খারিজ রিয়ার ভাই সৌভিকের আবেদনও। রিয়া-সৌভিক সহ ৬ অভিযুক্তের আবেদন খারিজ। জামিনের আবেদন খারিজ করল বিশেষ আদালত। ২২ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকবেন রিয়া।
রিয়ার হয়ে সওয়াল শুরু করেন আইনজীবী সতীশ মানেশিন্ডে। তাঁর বক্তব্য, অন্যদের বয়ানের ওপর ভিত্তি করে রিয়াকে গ্রেফতার করা হয়েছে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে মাদক যোগ খতিয়ে দেখতে তদন্ত নামে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
মঙ্গলবার এনসিবি গ্রেফতার করে রিয়াকে। মাদক মামলায় রিয়া, ভাই সৌভিক চক্রবর্তী-কে বুধবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। আপাতত বাইকুল্লা জেলেই থাকতে হচ্ছে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে।
এদিকে, রিয়া গ্রেফতার হওয়ার পর বলিউডের প্রথম সারির অনেকেই তাঁর সমর্থনে মুখ খুলেছেন। রোজেস আর রেড, ভায়োলেটস আর ব্লু, লেট’স স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্ক, মি অ্যান্ড ইউ অর্থাৎ পিতৃতন্ত্র নিপাত যাক!
মঙ্গলবার সকালে যখন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, মুম্বইয়ের ব্যালার্ড এস্টেটে, এনসিবি-র দফতরে ঢুকছেন, তখন তাঁর কালো টি-শার্টের ওপরে ছাপা এই স্লোগান যেন অনেক কিছু বার্তা দিচ্ছিল!
বলিউডের একাংশ এই স্লোগান-কেই তুলে ধরলেন সোশাল নেটওয়ার্কিং সাইটের মঞ্চে। ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেন অভিনেত্রী বিদ্যা বালান! সঙ্গে হ্যাশট্যাগ - জাস্টিস ফর রিয়া।
বিস্তারিত একটু পরেই....