Kolkata News: কিছুদিন পরেই বড়দিন, এরই মধ্যে ক্যালকাটা ক্লাবে আয়োজিত হল ৩৩ তম ‘বেকারি কার্নিভাল’
ABP Ananda Live: কিছুদিন পরেই শহরে আসবে সান্তা...চুপিচুপি দিয়ে যাবে হরেক রকমের উপহার...তার দিন দশেক আগেই অভিজাত ক্যালকাটা ক্লাবে যেন শুরু হয়ে গেল ফেস্টিভ মুড। কচিকাঁচা থেকে বড়, ম-ম করা কেকের গন্ধে মিলেমিশে একাকার হয়ে গেলেন সবাই। ক্যালকাটা ক্লাব আয়োজিত ৩৩ তম ‘বেকারি কার্নিভাল’-এ দেখা গেল এমনই উৎসবের ছবি। বেকারি কার্নিভালে ছিল ২৪ পাউন্ডের এক বিশাল কেক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ফুটবলার রহিম নবি। নাচে-গানে কেক-উৎসবকে অন্য মাত্রায় পৌঁছে দিল বিশেষভাবে সক্ষম শিশুদের দল। শীতের চাদর গায়ে জড়িয়ে কেকের স্বাদ উপভোগ থেকে দিনভর হুল্লোড়...যেমন খুশি সাজো থেকে অন্তাক্ষরী...সঙ্গে খাওয়াদাওয়া আর দেদার আড্ডা... ডিসেম্বরের তৃতীয় রবিবার, বেকারি কার্নিভালে এভাবেই আনন্দে মাতলেন ক্যালকাটা ক্লাবের সদস্যদের পরিবার থেকে বিশিষ্ট অতিথিরা।