Kolkata News: কলকাতায় বসেই এশিয়ার নানা দেশের হরেক খাবার চেখে দেখার সুযোগ! কোথায়?
ABP Ananda Live: কনকনে ঠান্ডার মধ্যে মুখের সামনে ধোঁয়া ওঠা খাবার... কলকাতায় বসেই এশিয়ার নানা দেশের হরেক খাবার চেখে দেখার সুযোগ... এই শীতে এবার ভোজনরসিকদের ঠিকানা হতে চলেছে সল্টলেকের প্রাইমারস স্কোয়ারের এই নতুন রেস্তোরাঁ...এক ছাতার তলায় এখানে মিলবে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান ফুডের মতো হরেক পদের সম্ভার, সবই আবার বুফে সিস্টেমে। স্টার্টারে স্যুপ থেকে মেনকোর্সে সুসি, প্রণ ডাম্পলিং, স্মোকড চিকেন স্যালাড, জিগলি জাপানিসের স্বাদে ডুব দিয়ে আপনি মুখ মিষ্টি করতে পারেন চিজ কেক-সহ ভিন্নস্বাদের নানা ডেজার্ট আইটেম দিয়ে। প্রায় ১০ হাজার স্কোয়ারফুট জায়গাজুড়ে তৈরি হওয়া এই কলকাতার হটেস্ট এশিয়ান ডেস্টিনেশন এই নতুন রেস্তোরাঁ রসনাপ্রেমীদের জন্যে তার দরজা খুলে দেবে সোমবার থেকে। প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টে পর্যন্ত থাকবে লাঞ্চ বুফে এবং সন্ধে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে ডিনার বুফে।