Dev Update: 'এখনও পর্যন্ত করোনা পজিটিভ নই', গুজব উড়িয়ে পোস্টে আশ্বস্ত করলেন দেব
Dev Update: করোনা আক্রান্ত একাধিক তারকারা। সদ্যই খবর মেলে কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। খবর পাওয়া যায় দ্বিতীয়বার এই মারণ রোগে আক্রান্ত হলেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
![Dev Update: 'এখনও পর্যন্ত করোনা পজিটিভ নই', গুজব উড়িয়ে পোস্টে আশ্বস্ত করলেন দেব Speculations regarding my Corona positive is wrong as of now says superstar Dev Dev Update: 'এখনও পর্যন্ত করোনা পজিটিভ নই', গুজব উড়িয়ে পোস্টে আশ্বস্ত করলেন দেব](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/05/2aa5b1ea33bc8082975cd54e8564fb1f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বিশেষজ্ঞদের মতে এসে গিয়েছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave)। গত কয়েকদিনের মধ্যেই সাধারণ মানুষের সঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন একাধিক বলিউড ও টলিউড তারকারা। এমন পরিস্থিতিতে অবশ্য বেশ কিছু তারকা করোনা আক্রান্ত হওয়া নিয়ে গুজবও ছড়াচ্ছে। যেমন অভিনেতা দেব (Dev)। শোনা যাচ্ছিল তিনিও করোনা আক্রান্ত। তবে বুধবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন এখনও করোনা পজিটিভ হননি তিনি।
View this post on Instagram
দেব লেখেন, 'আমার করোনা পজিটিভ হওয়া নিয়ে যে গুজব রটেছে তা এখনও পর্যন্ত ভুল। আজ সকালে আমার আরটি-পিসিআর টেস্ট করিয়েছি। রাতে আমার রিপোর্ট পেয়ে যাব। আমার জন্য চিন্তা করার জন্য সবাইকে ধন্যবাদ। একটা বিষয় নিশ্চিত যে আমরা যুদ্ধের পর্যায়ে আছি। সিনেমা, মিছিল, মেলা, বড় সমাবেশ, সবকিছু অপেক্ষা করতে পারে। নিজের প্রিয়জনেদের খেয়াল রাখুন। মাস্ক পরুন। (এটুকুই)'
আরও পড়ুন: Amitabh Bachchan Update: ফের করোনার হানা বচ্চন বাড়িতে, আক্রান্ত ২ কর্মচারী
অন্যদিকে একের পর এক করোনা আক্রান্ত হচ্ছেন তারকারা। সদ্যই খবর পাওয়া যায় কোভিড১৯-এ আক্রান্ত হয়েছেন কবি শ্রীজাত। মঙ্গলবার ফেসবুকে নিজেই সংক্রমিত হওয়ার কথা জানান শ্রীজাত। খবর পাওয়া যায় দ্বিতীয়বার এই মারণ রোগে আক্রান্ত হলেন তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আগেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)