Tollywood Movie: প্রেমের গল্পে বাবারাই তৈরি করবেন 'হাঙ্গামা'! আসছে শ্রাবন্তী-কৌশানীর নতুন সিনেমা
Tollywood Entertainment : দুই পরিবারের মধ্যে সংস্কৃতি ও মতামতের বিস্তর ফারাক, কিন্তু যদি তেমন পরিবারেরই দুই ছেলে মেয়ে এক অপরের প্রেমে পড়ে তখন?

কলকাতা: ফের একবার জুটিকে ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তবে তাঁরা একা নন, এই নতুন ছবিতে জুটি হিসেবে থাকছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানি মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)-ও! রোম্যান্টিক কমেডি এই জুটির অন্যান্য চরিত্রগুলি হলেন রজতাভ দত্ত (Rajatabha Dutta), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), তুলিকা বসু (Tulika Basu), ঋষি রাজ (Hrishie Raj), লাবণী সরকার (Laboni Sarkar) ও বিশ্বনাথ বসু (Biswanath Basu)। এসএস উদ্দিন-এর পরিবেশনায় SS3 Entertainment Pvt.Ltd -এর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি 'হাঙ্গামা ডট কম' (Hungama.com)। ছবিটির শ্যুটিং হয়ে গিয়েছিল আগেই। এবার প্রকাশ্যে এল ছবিটির মুক্তির দিন। চলতি বছরের ইদে মুক্তি পাবে ছবিটি।
দুই পরিবারের মধ্যে সংস্কৃতি ও মতামতের বিস্তর ফারাক, কিন্তু যদি তেমন পরিবারেরই দুই ছেলে মেয়ে এক অপরের প্রেমে পড়ে তখন? হাসির মোড়কে এমনই দুই সম্পর্কের সমীকরণের গল্প বলবে ওম, শ্রাবন্তী, বনি ও কৌশানীর নতুন ছবি 'হাঙ্গামা ডট কম'। আর এই প্রেমের গল্পে খুব বড় ভূমিকা থাকবে বাবাদের। প্রসঙ্গত, ইতিমধ্যেই 'বহুরূপী' ছবিতে অভিনয় করে অন্যধারার চরিত্রে নজর কেড়েছেন কৌশানী। অভিনেত্রীর হাতে রয়েছে 'কিলবিল সোস্যাইটি'-র মতো গুরুত্বপূর্ণ কাজ। এরমধ্যেই নায়িকাকে চেনা ছন্দে দেখা যেতে চলেছে 'হাঙ্গামা ডট কম' ছবিতে। যেখানে তিনি জুটি বেঁধেছেন বনির সঙ্গে।
অন্যদিকে সামনেই মুক্তি পাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের অন্যতম বহুপ্রতিক্ষীত ছবি 'দেবী চৌধুরানী'। এই ছবির মুখ্যচরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে। এছাড়াও অভিনয় করছেন দর্শনা বণিক (Darshana Banik), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)। সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) ছবিতে অভিনয় করছেন হরবল্লভের চরিত্রে। অন্যদিকে কিঞ্জল নন্দ (Kinjal Nanda) অভিনয় করছেন তাঁরই পুত্র ব্রজেশ্বরের চরিত্রে। ছবিটি পরিচালনায় দায়িত্বে রয়েছে শুভ্রজিৎ মিত্র।এই ছবির জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন নায়িকা শ্রাবন্তী। শিখতে হয়েছে তলোয়ার চালানো থেকে শুরু করে ঘোড়ায় চড়া। এই ছবিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন বিবৃতি চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ ও সব্যসাচী চক্রবর্তী।
আরও পড়ুন: Rukmini Maitra: সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রুক্মিণী, আপাতত থাকতে হবে বিশ্রামে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
