Sreelekha on Lovely Maitra: 'এত বড় স্পর্ধা যেন কারও না হয়', লাভলি মৈত্র প্রসঙ্গে কড়া বার্তা শ্রীলেখার
Sreelekha Mitra on Lovely Mitra: আজ, জুনিয়র চিকিৎসকদের মিছিলে সামিল হয়ে লাভলি মৈত্রর বিরুদ্ধে নিশানা করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র
কলকাতা: প্রথমদিন থেকেই প্রতিবাদের একেবারে সামনের সারিতে থেকেছেন তিনি। লড়াই করেছেন, রাস্তায় নেমেছেন বারে বারে। আর আজ, জুনিয়র চিকিৎসকদের মিছিলে সামিল হয়ে লাভলি মৈত্রর বিরুদ্ধে নিশানা করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ঠিক কী বলেছিলেন লাভলি মৈত্র? শ্রীলেখার অভিযোগ, লাভলি মৈত্র চিকিৎসকদের কসাই বলেছেন।
লাভলির বিতর্কিত মন্তব্য
লাভলি মৈত্র তাঁর সোনারপুরের সভা থেকে সিপিএমকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, 'সুজনদা ঘুরে বেড়ান কারণ বদল হয়েছিল বদলা হয়নি। ২০১১-য় বদল হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে, কী ভাবে নামাতে হয় জানি।' সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রর হুমকি ভাইরাল। তাঁর মন্তব্যের জবাবও দিয়েছেন সিপিএম নেতা। লাভলি বলেন, 'সিপিএম...স্বয়ং সুজনদা ঘুরে বেড়ান তার একটাই কারণ। বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪-এ এখান থেকে দাঁড়িয়ে বলছি, বদল তো ২০১১-য় হয়েছিল, ২০২৪-এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙুল কীভাবে নামাতে হয়, আমরা খুব ভাল জানি। আমরা শান্তি আছি, কিন্তু আমরা দুর্বল নই।'
শ্রীলেখার মন্তব্য
এদিন চিকিৎসকদের সমর্থনে হাজির হয়ে শ্রীলেখা বলেন, 'আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন এই লাভলি মৈত্রের মতো ব্য়ক্তিদের। তাঁদের এত বড় স্পর্ধা.. তাঁরা তেল মারতে মারতে ভুলে গিয়েছে কী বলতে হয় কী না বলতে হয়। আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হোন, লাভলি মৈত্রের মতো ব্যক্তিদের আর চিকিৎসা করবেন না।' শ্রীলেখার এই কথায় কয়েকজন চিকিৎসক বাধা দিলে শ্রীলেখা বলেন, 'চুপ করো, বলতে দাও। তোমরা চিকিৎসক হিসেবে বোলো না কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেই পারি। তোমাদের উনি কসাই বলেছেন।' এরপর শ্রীলেখা বলেন, 'এত ঔদ্ধত্ব ভাল নয়। বেশি উঠলে ঘাড় ধরে নামিয়ে রাখো। এত বড় স্পর্ধা যেন কারও না হয়। এই আন্দোলনটাকে কেউ যেন না ছোট করতে পারে।'
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার এই আন্দোলনে বিভিন্ন মন্তব্য করেছিলেন শ্রীলেখা। মহুয়া মৈত্রের ছবি পোস্ট করে তিনি বিতর্কে জড়িয়েছিলেন।
আরও পড়ুন: Sudipta Chakraborty: 'আন্দোলনটা ছোঁয়াচে রোগের মতো.. ওঁরা তাই ভয় পেয়েছেন', শাসকদলকে বিঁধলেন সুদীপ্তা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।