Sudipta Chakraborty: 'আন্দোলনটা ছোঁয়াচে রোগের মতো.. ওঁরা তাই ভয় পেয়েছেন', শাসকদলকে বিঁধলেন সুদীপ্তা
Sudipta Chakraborty on RG Kar Medical College Issue: সুদীপ্তা বলছেন, 'এর আগের বারেও এনারা এটাই করেছিলেন। মিথ্যে চক্রান্তে না বেরোয় বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছিলেন'
কলকাতা: আজ ফের কলকাতায় আরও এক রাত দখল। আগামীকাল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। আর তার আগের রাতে কলকাতায় আরও এক রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আজ কলকাতায় রাত দখলের ডাকের মধ্য়েই বেফাঁস মন্তব্য, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ত পরেশরাম দাসের। তিনি বলেছেন, 'কোনও ছেলে, কোনও মেয়ে যেন রাত দখলের মিথ্যে চক্রান্তে পা না বাড়ায়'। এবার সেই মন্তব্যের বিরোধিতা করতে গিয়ে কী বললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী?
সুদীপ্তা বলছেন, 'এর আগের বারেও এনারা এটাই করেছিলেন। মিথ্যে চক্রান্তে না বেরোয় বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছিলেন। আগের বারেও তাই করেছিলেন। আসলে এনারা ভয় পেয়েছেন। একটু ভয় পেতে দিন। ছোঁয়াচে রোগের মতো আন্দোলনটা ছড়িয়ে যাচ্ছে, এতে ওনাদের ভয় লাগছে। এমনটা ওঁরা কখনও দেখেননি। আমরাও তো কখনও দেখিনি। এই মুহূর্তে আমি মিছিলে হাঁটছি। রোজ সকাল বিকেল কোনও মিছিলে হাঁটিনি। এটা ওঁর জন্যও নতুন, আমার জন্যও নতুন, জনগণের জন্যও নতুন। ওঁরা যতই ফরমান জারি করুক, মানুষ জেগে উঠেছে। এমন একটা দুটো ফরমান জারি করে আমাদের আটকানো যাবে না।'
প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রতিবাদস্বরূপ একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছেন সুদীপ্তা। বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। পুরস্কার প্রত্যাখ্যান করে তথ্য সংস্কৃতি দফতরকে। এই বিষয়ে করা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আপোস করিনি, আপস করব না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পুরস্কার বাবদ দেওয়া ২৫ টাকাও ফিরিয়ে দেব। রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার কথা বলেছিলেন মাননীয় বিধায়ক। এত মিথ্যাচারের সামনে মাথা নত করব না। সম্মান নিশ্চয়ই এর পরও পাব। কিন্তু শিরদাঁড়া শক্ত রাখব। এই শিক্ষাই তো পেয়েছি মা-বাবার কাছ থেকে। সেখান থেকে সরব না।', তখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম, নাম না করে কাঞ্চনকে জবাব সুদীপ্তার। কেবল তিনিই নন, পুরস্কার ফিরিয়ে দিয়েছেন নাট্যকার চন্দন সেন ও নাট্য পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।