Sreelekha Mitra: নিজের পরিচালনার প্রথম ছবির টিজার পোস্টার শেয়ার শ্রীলেখা মিত্রের
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আশ্চর্য প্রদীপ' অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তাঁর প্রথম পরিচালিত ও প্রযোজিত ছবির টিজার পোস্টার।
কলকাতা: অভিনয়ের পাশাপাশি পরিচালনা এবং প্রযোজনাও শুরু করেছেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। কিছুদিন আগেই জানা গিয়েছিল, তিনি ছবি পরিচালনা করছেন। ছবির নাম 'এবং ছাদ' (Ebong Chaad)। ছবিটি প্রযোজনাও তিনিই করছেন বলে জানা গিয়েছে। আজ সেই ছবির টিজার পোস্টার শেয়ার করে নিলেন অভিনেত্রী।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'আশ্চর্য প্রদীপ' অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি তাঁর প্রথম পরিচালিত ও প্রযোজিত ছবির টিজার পোস্টার। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, 'আমার শর্ট ফিল্ম 'এবং ছাদ'-এর টিজার পোস্টার।' অভিনেত্রীর পোস্ট করা ছবিতে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কোনও অনুরাগী কমেন্টে লিখেছেন, 'বেস্ট অফ লাক'। আবার কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'অভিনন্দন। অত্যন্ত আগ্রহী দেখার জন্য।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই যাওয়া ভ্যালেন্টাইন্স ডে-র দিনে কোনও এক অনুরাগীর কাছ থেকে উপহার পেয়েছিলেন শ্রীলেখা। নিজের ফেসবুক (Sreelekha Mitra Facebook) হ্যান্ডলে অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছিলেন, 'কোনও একজন অজ্ঞাত পরিচয় প্রেমিকের কাছ থেকে এই উপহারটা পেলাম। কী করে বুঝব কে পাঠিয়েছে! আমি কিংকর্তব্যবিমুঢ়।' উপহার হিসেবে দেখা যাচ্ছে, একগুচ্ছ গোলাপ, একটি টেডি বিয়ার আর ভ্যালেন্টাইন্স ডে কার্ড। গোপন প্রেমিকের কাছ থেকে ভ্যালেন্টাইন্স ডে-তে এমন উপহার পেয়ে অভিনেত্রী কিংকর্তব্যবিমুঢ় হলেও মনে মনে যে বেশ খুশিই হয়েছেন, তা বোঝা যাচ্ছে। আর হবেন নাই বা কেন। উপহার পেতে কার না ভালো লাগে। আর ভালোবাসার দিনে যদি ভালোবেসে কেউ এমন উপহার দেন, তা মনকে খানিকটা আনন্দ দেয় বৈকি। হোক সে গোপন কোনও মানুষ।' অজ্ঞাত পরিচয় প্রেমিকের কাছ থেকে শুধু উপহার পেয়েই ক্ষান্ত থাকেননি না শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। বরং তাঁকে রিটার্ন গিফটও দিয়েছেন।