এক্সপ্লোর

Top Entertainment News Today: সোনাক্ষী সিনহার নামে মামলা, কাশ্মীর ওম-শ্রাবন্তীর ছবির শ্যুটিং, এক নজরে বিনোদনের সেরা খবর

বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন। টলিউট থেকে বলিউড, বিনোদনের সেরা খবরগুলি দেখে বিনোদনের জগতের হাতহকিকত জেনে নিন।

কলকাতা: বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? সেরা খবরগুলিতে চোখ বুলিয়ে নিন। টলিউট থেকে বলিউড, বিনোদনের সেরা খবরগুলি দেখে বিনোদনের জগতের হাতহকিকত জেনে নিন।

'ভয় পেও না' -র নতুন গানের শ্যুটিং-

টলিউডের নতুন জুটির ডেস্টিনেশন আপাতত সোজা কাশ্মীর। নতুন ছবি 'ভয় পেও না' -র সৌজন্যে জুটি বেঁধেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর ওম সাহানি। সদ্য একটি গানের শ্যুটিং সেরে ফিরেছেন এই জুটি। গোলাপি শাড়িতে কাশ্মীরের বরফে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী, আর সাদা শার্টে সপ্রতিভ ওম। প্রকাশ্যে এসেছে গানের শ্যুটিংয়ের এক্সক্লুসিভ ছবিও।  করোনাবিধি মেনেই জোরকদমে চলছে নতুন ছবি 'ভয় পেও না' (Voy Peo Na) -র শ্যুটিং। এই ছবির হাত ধরে বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন ওম সাহানি (Om Sahani) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। অয়ন দে পরিচালিত এই ছবিতে তাঁদের স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। বেশিরভাগ শ্যুটিংই হয়েছে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে। তবে সম্প্রতি একটি গানের শ্যুটিং করতে কাশ্মীরে উড়ে গিয়েছেন তাঁরা। তবে কেবল তাঁরা দুজন নয়, সঙ্গে গিয়েছিলেন ওমের ঘরণী মিমি দত্তও।

শুরু হল 'গ্যাসলাইট' ছবির শ্যুটিং-

আগামী ছবি 'গ্যাসলাইট'-এ (Gaslight) সারা আলি খানের (Sara Ali Khan) বিপরীতে অভিনয় করতে দেখা যাবে বিক্রান্ত মেসিকে। এর মধ্যে ছবির শ্যুটিং শুরু করে ফেলেছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের খবর, সারা আলি খানের সঙ্গে বিক্রান্ত তাঁর আগামী ছবি 'গ্যাসলাইট'-এর শ্যুটিং সারছেন রাজকোটে। শ্যুটিংয়ে বেজায় মজা, খুনসুটি চলছে। আগামী কয়েক সপ্তাহ সেখানেই শ্যুটিং চলবে। বড়পর্দায় এই জুটিকে প্রথমবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে। ফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা। 

জাহ্নবীর জন্মদিনে আবেগঘন বাবা বনি কপূর-

মেয়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে ছোটবেলার একটি ছবি পোস্ট করলেন বনি কপূর (Boney Kapoor)। খুদে জাহ্নবী, কপালে টিপ, মাথায় টিকলি। মিষ্টি দেখাচ্ছে জাহ্নবীকে। ক্য়াপশনে লিখলেন, 'আমাদের জীবনের আনন্দ, তুমি যেমন তেমনই থেকো। সাধারণ, মাটির কাছাকাছি, সকলের প্রতি শ্রদ্ধাশীল, উষ্ণতার ছড়ানো, এই সমস্ত গুণাবলীই তোমাকে চাঁদের ওপারে নিয়ে যাবে। শুভ জন্মদিন বেটা।'

আরও পড়ুন - Kunal Kemmu: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন কুণাল-সোহা

ভাঙা সম্পর্ক জুড়ছে ধুনশ-ঐশ্বর্যের?-

ভাঙা সম্পর্ক কি আবার জোড়া লাগতে চলেছে? সদ্য আলাদা হওয়া ধনুশ (Dhanush) ও রজনীকান্ত কন্যা ঐশ্বর্য (Aishwaryaa R Dhanush) কি ফের একত্রিত হতে চলেছেন? ঐশ্বর্যের সাম্প্রতিক পোস্টে এমনই ইঙ্গিত পাচ্ছেন অনুরাগীরা। গতকাল, ৫ মার্চ পরিচালক সেলভারাঘবনের (Selvaraghavan) জন্মদিন ছিল। যিনি অভিনেতা ও তাঁর প্রাক্তন স্বামী ধনুশের দাদা। জানুয়ারি মাসেই ধনুশ ও ঐশ্বর্য নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন সোশ্যাল মিডিয়ায়। অথচ শনিবার সেলভারাঘবনকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করলেন ঐশ্বর্য। পরিচালককে জড়িয়ে ধরে একটি ছবি শেয়ার করে ঐশ্বর্য লিখেছেন যে সেলভারাঘবন তাঁর জীবনে অনেক ভূমিকা পালন করেছেন। 'শুভ জন্মদিন আমার গুরু, বন্ধু, বাবার মতো ব্যক্তিত্ব...', ঐশ্বর্য ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটির ক্যাপশনে লেখেন।

কৌশানির পরিবারে নতুন সদস্য-

'তোমাদের সবাইকে আমার ছোট্ট 'বাডি'-র সঙ্গে পরিচয় করিয়ে দিই। মায়ের চলে যাওয়ার পর আমি আর বাবা সিদ্ধান্ত নিই ওকে দত্তক নেওয়ার। তিন মাস হল মা নেই। এরমধ্যেই ও আমাদের সব দুঃখ কষ্টের সঙ্গে মানিয়ে নিতে শিখিয়ে দিয়েছে। সবসময় ওর দুষ্টুমি, বদমাইশি আমাদের সবকিছু ভুলিয়ে রাখে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার, ওর আর আমার মায়ের জন্মদিন একই দিনে। ও আমাদের জীবনে আশীর্বাদের মতো। আমার এই একরত্তি ইনস্টাগ্রামেও রয়েছে....'লম্বা পোস্ট, আর সঙ্গে দুটো ছবি। অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের কোলে একটি পোষ্য। সোশ্যাল মিডিয়ায় পরিবারে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সদ্য কৌশানি মুখোপাধ্যায়ের মা মারা গিয়েছেন। এরপরেই পরিবারে একরত্তিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একরত্তির সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি। শুধু তাই নয়, পোশ্যর নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিয়েছেন কৌশানি। পোস্টে ট্যাগ করেছেন বনি সেনগুপ্তকেও।

'খেলা যখন' এর শ্যুটিং শেষে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অনিন্দ্য-

সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছেন অনিন্দ্য। সেখানে পুলিশের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশে পরিচালক অরিন্দম শীল। ছবি শেষ করে তিনি লিখেছেন, 'খেলা যখন এর শ্যুটিং শেষ হল।' পোস্টে অরিন্দম শীলকে ট্যাগ করেছেন তিনি। 

লতা মঙ্গেশকরকে নিয়ে স্মৃতিচারণা উদিত নারায়ণের-

কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের সঙ্গে দুশোরও বেশি গান গেয়েছেন উদিত নারায়ণ। জনপ্রিয় এক রিয়েলিটি শোয়ের মঞ্চে সুরসম্রাজ্ঞীর সঙ্গে কাজ করার স্মৃতি প্রসঙ্গে উদিত নারায়ণ বলেন, 'আমি নিজেকে আশীর্বাদ ধন্য মনে করি যে, লতা দিদির সঙ্গে দুশোরও বেশি গান ডুয়েটে গাওয়ার সুযোগ পেয়েছি। বেশ কিছু স্টেজ শোয়েও ওঁর সঙ্গে গাইতে পেরেছি। আমার মনে আছে আর চিরকাল মনে থাকবে, একবার এক কনসার্টে তিনি সঞ্চালককে অনুরোধ জানিয়েছিলেন যে তিনি যেন আমাকে প্লেব্যাক সিঙ্গিংয়ের রাজা বলে সম্বোধন করেন। সেই ঘটনা আমি কোনওদিন ভুলতে পারব না। আমি নিশ্চিত যে আমি কোনও না কোনও ভালো কাজ করেছি, যার ফলস্বরূপ এগুলো আমি পেয়েছি।'

আইনি জটে সোনাক্ষী সিনহা-

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এক ইভেন্ট অর্গানাইজারের পক্ষ থেকে। জানা যাচ্ছে, ২০১৯ সালে ইভেন্ট অর্গানাইজার প্রমোদ শর্মা দিল্লিতে একটি ইভেন্টের আয়োজন করেন। যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয় 'দবং' অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে। সেই অনুষ্ঠানে হাজির থাকার জন্য ৩৭ লক্ষ টাকা নেন অভিনেত্রী। কিন্তু কোনও কারণবশত সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। এরপরই অর্গানাইজারদের পক্ষ থেকে সোনাক্ষী সিনহার ম্যানেজারকে জানানো হয় যে, তাঁরা যেন সেই টাকা ফেরত দিয়ে দেন। অভিযোগ উঠেছে, বারংবার অর্গানাইজারদের পক্ষ থেকে অভিনেত্রীর ম্যানেজারকে টাকা ফেরতের জন্য বলা হলেও তাঁরা টাকা ফেরত দেননি। এরপরই সোনাক্ষী সিনহার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয় ইভেন্টের আয়োজকদের পক্ষ থেকে। বারবার নোটিস দেওয়ার পরও মামলা দায়ের হওয়ার পর থেকে মোরাদাবাদের আদালতে উপস্থিত হননি সোনাক্ষী। আর তাই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি মোরাদাবাদ আদালতের পক্ষ থেকে অভিনেত্রীকে আগামী ২৫ এপ্রিল হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন কুণাল-সোহা-

আজ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করেছেন বলিউড অভিনেতা কুণাল খেমু। স্ত্রী সোহা আলি খান, ছোট্ট মেয়ে ইনায়া এবং প্রতিবেশি আরও দুই খুদেকে সঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করতে বেরিয়েছিলেন অভিনেতা। সেই সময় পাশ থেকে দ্রুত গতিতে যায় আরও একটি গাড়ি। তার কারণেই ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। সামলে নেন কুণাল খেমু। পরক্ষণেই দ্রুতবেগে যাওয়া গাড়ির মালিক নেমে এসে অভিনেতার উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সেই ঘটনার কথাই মুম্বই পুলিশের উদ্দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন তিনি।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: আজ বড়দিন, আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, গির্জায় গির্জায় উৎসবের মেজাজ
আজ বড়দিন, আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, গির্জায় গির্জায় উৎসবের মেজাজ
RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
Christmas Eve: ক্রিসমাস ইভে প্রথা মেলে যীশু আরাধনা বেলুড় মঠ ও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে
ক্রিসমাস ইভে প্রথা মেলে যীশু আরাধনা বেলুড় মঠ ও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে
Bangladesh: অবৈধভাবে ভারতে প্রবেশ, মৃত আত্মীয়র নামে নথি তৈরি, পুলিশের জালে আরও এক বাংলাদেশি
অবৈধভাবে ভারতে প্রবেশ, মৃত আত্মীয়র নামে নথি তৈরি, পুলিশের জালে আরও এক বাংলাদেশি
Advertisement
ABP Premium

ভিডিও

Ghanta Khanek Sange Suman (২৪.১২.২০২৪) পর্ব ২ : CFSL-এর রিপোর্টে তোলপাড়, ডাক্তারদের ধর্না মঞ্চে অভয়ার মা-বাবা  | ABP ANANDA LIVEPlane Crash: কাজাখাস্তানে ভয়াবহ বিমান দুর্ঘটনা, কুয়াশার কারণে গতিপথ বদল করে বিমানটিBangladesh News: আসামে ফের গ্রেফতার জঙ্গি, নিরাপত্তা নিয়ে বাড়ছে প্রশ্নChristmas: বৃষ্টিভেজা বড়দিনে আনন্দে মাতোয়ারা গোটা শহর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: আজ বড়দিন, আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, গির্জায় গির্জায় উৎসবের মেজাজ
আজ বড়দিন, আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট, গির্জায় গির্জায় উৎসবের মেজাজ
RG Kar Update: আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
আলোয় মোড়া শহরেই 'দ্রোহের বড়দিন', আন্দোলনে সরব ধর্মতলা
Christmas Eve: ক্রিসমাস ইভে প্রথা মেলে যীশু আরাধনা বেলুড় মঠ ও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে
ক্রিসমাস ইভে প্রথা মেলে যীশু আরাধনা বেলুড় মঠ ও কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে
Bangladesh: অবৈধভাবে ভারতে প্রবেশ, মৃত আত্মীয়র নামে নথি তৈরি, পুলিশের জালে আরও এক বাংলাদেশি
অবৈধভাবে ভারতে প্রবেশ, মৃত আত্মীয়র নামে নথি তৈরি, পুলিশের জালে আরও এক বাংলাদেশি
Aadhaar Card: আধার কার্ড দিয়ে টাকা তোলার আগে মাথায় রাখুন এই তিন বিষয়, না হলে ঠকবেন !
আধার কার্ড দিয়ে টাকা তোলার আগে মাথায় রাখুন এই তিন বিষয়, না হলে ঠকবেন !
Kolkata Traffic: বড়দিনে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন পথে চলবে না গাড়ি, ফাঁকা থাকবে কোন রুট?
বড়দিনে শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন পথে চলবে না গাড়ি, ফাঁকা থাকবে কোন রুট?
Partha Chatterjee: 'আপনাদের জন্যই দেরি হচ্ছে, দরকারে রাত জেগে কাজ করুন', পার্থর বিরুদ্ধে চার্জগঠনে বিলম্ব, তিরষ্কৃত ED
'আপনাদের জন্যই দেরি হচ্ছে, দরকারে রাত জেগে কাজ করুন', পার্থর বিরুদ্ধে চার্জগঠনে বিলম্ব, তিরষ্কৃত ED
Shyam Benegal Demise: বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল প্রয়াত
Embed widget