Kanchan-Sreemoyee: বাড়িতে রাসপূর্ণিমার পুজো, এই প্রথম কাজে হাত দিতে পারলেন না শ্রীময়ী
Sreemoyee Chattoraj News: এখনও আঁতুড় কাটেনি শ্রীময়ীর। সেই কারণেই পুজোর কাজে হাত দিতে পারছেন না তিনি।
কলকাতা: বাড়িতে পুজো হলেই যাবতীয় জোগাড় নিজের হাতে করতে পছন্দ করেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। তবে এবারের বিষয়টা একেবারে আলাদা। বাড়িতে পুজো হলেও এখনও তাঁর আঁতুড় কাটেনি। কোলে এসেছে ছোট্ট কন্যাসন্তান। তাকে নিয়েই এখন সময় কেটে যাচ্ছে শ্রীময়ীর। রাস পূর্ণিমার পুজোর দিন সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর ছবি শেয়ার করে নিলেন শ্রীময়ী চট্টরাজ। আর সেই ছবিতেও তাঁর সঙ্গী হলেন কাঞ্চন। রাস উপলক্ষ্যে বিশেষ পোশাক পরেছিলেন কাঞ্চন। সোশ্যাল মিডিয়ায় ধরা রইল সেই মুহূর্তও।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। সেখানে দেখা যাচ্ছে, কাঞ্চনের কাঁধে মাথা রেখে শুয়ে আছেন শ্রীময়ী। তিনি বলছেন, 'বাড়িতে রাসপূর্ণিমার পুজো। তবে আমরা এবার পুজোর কাজে কিছুই হাত দিতে পারছি না। তাই একটু ছবিই তুলছি।' এখনও আঁতুড় কাটেনি শ্রীময়ীর। সেই কারণেই পুজোর কাজে হাত দিতে পারছেন না তিনি। সম্ভবত এই প্রথম। বিয়ের আগেও কাঞ্চনের বাড়ির পুজোয় যাবতীয় আয়োজনে হাত লাগিয়েছেন শ্রীময়ী। তবে এই বছর একেবারেই কিছু করতে পারলেন না তিনি। তবে পুজো হল নিয়ম মেনেই।
সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ঘটনার কথা ও ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। নাহ..নিজের ছবি নয়, একটি খাবার ট্রে-র ছবি। সেখানে রয়েছে একটি আপেল, একটি কলা, খেজুর, মখানা ও দুই ধরনের বিস্কিট। তার সঙ্গে রয়েছে একটি কার্ড। সেখানে লেখা, 'হবু মায়ের উদ্দেশে.. আশা করি আমাদের সঙ্গে সফর করে আপনার ভাল লেগেছে। আপনাকে আর আপনার যে সন্তান আসছে তাঁরা সবাই সুস্থ থাকুন। আপনার মাতৃত্বের যাত্রা শুভ ও সুন্দর হোক।'
শ্রীময়ীর বড় ভাল লেগেছিল সেই লেখা। ফ্রেমবন্দি করে রেখেছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় সেই ভাল লাগার কথা শেয়ার করে নিলেন তিনি। আপাতত শ্রীময়ীর গোটা সময়টা কাটছে মেয়ে কৃষভিকে নিয়েই। হাসপাতাল থেকে বাড়ি এসেছেন তিনি। হাসপাতাল থেকেও টুকরো টুকরো ছবি শ্রীময়ী শেয়ার করে নিতেন। সেখানেই তিনি জানিয়েছিলেন কাঞ্চন তাঁর ঠিক কতটা খেয়াল রাখছেন। কতটা পাশে থাকছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।