Manike Mage Hithe: ভারতে কোথায় কবে লাইভ কনসার্ট করবেন 'মানিকে মাগে হিথে' গায়িকা ইওহানি?
সম্প্রতি ভারত সফরে এসেছেন ইওহানি। ভারত সফরে এসে দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ভাইরাল গানের রেশ ছড়িয়ে দেবেন। কবে কোথায় তাঁর লাইভ কনসার্ট রয়েছে?
মুম্বই : 'মানিকে মাগে হিথে'। এই মুহূর্তে বর্তমান প্রজন্ম মেতে রয়েছে ভাইরাল হওয়া এই সিংহলী গানে। আর একটা গানের দৌলতে ভাইরাল হয়ে গিয়েছেন সিংহলী গায়িকা ইওহানি ডিসিলভা। সম্প্রতি ভারত সফরে এসেছেন ইওহানি (Yohani)। ভারত সফরে এসে দেশের বিভিন্ন প্রান্তে তাঁর ভাইরাল গানের রেশ ছড়িয়ে দেবেন। কবে কোথায় তাঁর লাইভ কনসার্ট রয়েছে?
আরও পড়ুন - হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি, কী বলছেন প্রাক্তন স্বামী অভিনব কোহলি?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন 'মানিকে মাগে হিথে' খ্যাত গায়িকা ইওহানি ডিসিলভা। ভারতে আসার প্রসঙ্গে বলছেন, 'এটাই আমার প্রথম ভারত সফর। এখানে লাইভ পারফর্ম করার জন্য আমিও মুখিয়ে রয়েছি। পাশাপাশি দর্শকরা কী প্রতিক্রিয়া দেন তার জন্যও অপেক্ষা করে রয়েছি। মানিকে মাগে হিথে জনপ্রিয় হওয়ার পর থেকেই ভারত থেকে অনেক অফার পেয়েছি এবং অনেকর সঙ্গে কাজের সুযোগও পাচ্ছি।'
এক গানেই বাজিমাৎ সিংহলী গায়িকা ইওহানি ডিসিলভার। এর আগেও 'মানিকে মাগে হিথে' গানটি গেয়েছেন অন্য গায়ক। কিন্তু তিনি গানটি গাওয়ার পরই তা ইন্টারনেটে কার্যত ঝড় তোলে। নেট নাগরিকদের পাশাপাশি বলিউডের এমন কোনও তারকা বাকি নেই, যিনি এই গানে গলা মেলাননি বা নিজের মতো করে পারফর্ম করেননি। শুধু তাই নয়, 'মানিকে মাগে হিথে' গানের জনপ্রিয়তায় এই গানটিকে বিভিন্ন গায়কও নিজের নিজের মতো করে বিভিন্ন ভাষায় ইতিমধ্যেই গেয়ে ফেলেছেন। জানা যাচ্ছে আজই গুরুগ্রামে লাইভ কনসার্ট হয়ে চলেছে ইওহানির। তাই ইতিমধ্যেই শ্রীলঙ্কার গায়িকা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে এসেছেন। আজকের পর ফের আগামী ৩ অক্টোবর হায়দরাবাদে লাইভ কনসার্ট রয়েছে তাঁর।
আরও পড়ুন - যোধপুরের কোন বাড়িতে আলিয়া ভট্টের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন রণবীর?
এই বিপুল জনপ্রিয় প্রসঙ্গে ইওহানি বলছেন, 'আমি কোনওদিনই ভাবিনি যে আমার গাওয়া গান এত জনপ্রিয় হবে বলে। তাছাড়া শ্রীলঙ্কার বাইরেও যে সিংহলী গান জনপ্রিয় হতে পারে, তা আমার একেবারেই ধারণা ছিল না। কারণ, শ্রীলঙ্কায় এর আগে এমনটা হয়নি কোনওদিন। তাই অবশ্যই এটা আমার কাছে বিরাট পাওনা। যেভাবে মানুষ আমার গান পছন্দ করেছেন, তাতে আমি আপ্লুত। ভাষা, সংস্ক্তি, দেশ সমস্ত কিছুর বেড়া টপকে আজ আমার গাওয়া 'মানিকে মাগে হিথে' জনপ্রিয় হয়েছে। ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা আনন্দিত আমি।'