হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি, কী বলছেন প্রাক্তন স্বামী অভিনব কোহলি?
শ্বেতা তিওয়ারির হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরই প্রাক্তন স্বামী অভিনব কোহলি নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রীর সুস্থতা কামনা করে একটি পোস্ট করেছেন।
মুম্বই : সদ্যই শেষ হয়েছে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'খতরো কে খিলাড়ি সিজন ১১' (Khatron Ke Khiladi)। জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ে বিজয়ী অর্জুন বিজলানি (Arjun Bijlani) এবং অন্যান্য প্রতিযোগী দিব্যাঙ্কা ত্রিপাঠি, বিশাল আদিত্য সিংহ এবং বরুণ সুদের সঙ্গে ফাইনালিস্ট ছিলেন শ্বেতা তিওয়ারি (Shweta Tiwari)। কিন্তু শো শেষ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দুর্বলতা এবং রক্তচাপ কমে যাওয়ার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানানো হয়েছে শ্বেতা তিওয়ারির টিমের পক্ষ থেকে। একটি বিবৃতিতে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয় যে, টানা বেশ কিছুদিন 'খতরো কে খিলাড়ি'-র শ্যুটিং চলার পর সঠিক বিশ্রাম না পাওয়ায় এবং জার্নির ফলে অনেক ধকল গিয়েছে অভিনেত্রী। এছাড়াও আবহাওয়ার পরিবর্তনের ফলেও সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শ্বেতা তিওয়ারি। মূলত দুর্বলতা এবং রক্তচাপ আচমকা কমে যাওয়ার কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে অভিনেত্রীকে।
আরও পড়ুন - যোধপুরের কোন বাড়িতে আলিয়া ভট্টের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন রণবীর?
শ্বেতা তিওয়ারির হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পরই প্রাক্তন স্বামী অভিনব কোহলি (Avinav Kohli) নিজের ইনস্টাগ্রামে অভিনেত্রীর সুস্থতা কামনা করে একটি পোস্ট করেছেন। তবে, সুস্থতা কামনা করলেও অভিনেত্রীর ফিট থাকার জন্য ওজন কমানোকেও কটাক্ষ করতে ছাড়েননি। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনব কোহলি লেখেন, 'আমার ছেলের সঙ্গে দেখা করা কিংবা তার সঙ্গে থাকতে চাওয়ার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আর সেটা এখন আদালতের কাছে বিচারাধীন অবস্থায় রয়েছে। কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে শ্বেতা খুব দ্রুতই সুস্থ হয়ে উঠুক। বর্তমান পরিস্থিতিতে সুন্দর এবং রোগা চেহারা বেশিরভাগ দর্শকরাই পছন্দ করেন। আর দর্শকদের খুশি করতে অভিনেতা অভিনেত্রীরাও চরম পর্যায়ে পৌঁছে যান। কম খাওয়া এবং স্ট্রেসের প্রভাব পড়ে তাঁদের শরীরেও। ফলে একদিন তাঁদের হৃদপিন্ডও ক্লান্ত হয়ে পড়ে।'
আরও পড়ুন - Anusha Dandekar Update: কর্ণ কুন্দ্রার সঙ্গে কেন ব্রেক-আপ হয়েছিল? এতদিনে মনের কথা খুলে বললেন অনুশা ডান্ডেকর
প্রসঙ্গত, 'খতরো কে খিলাড়ি সিজন ১১'-র ফাইনালে পৌঁছলেও বিজয়ীর ট্রফি জিততে পারেননি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। দিব্যাঙ্কা ত্রিপাঠির সঙ্গে শেষ মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রফি জিতে নেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানি।