Sridevi Birth Anniversary : কত বছর বয়স থেকে অভিনয় শুরু? জন্মদিনে শ্রীদেবীর অজানা ১০ তথ্য
বিনোদনের জগতে শ্রীদেবী নিঃসন্দেহে বড় একটা নাম। আজ জন্মদিন শ্রীদেবীর। জন্মদিনে অভিনেত্রীর সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নিন এক ঝলকে
মুম্বই: শ্রীদেবী। নামটাই যথেষ্ট চোখের সামনে তাঁর চেহারাটা ভেসে ওঠার জন্য। প্রয়াত অভিনেত্রী নামের পাশে যত বিশেষণ ব্য়বহার করা যায়, তত কম হবে। বলিউডের এই অভিনেত্রী তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তাঁই বিনোদনের জগতে শ্রীদেবী নিঃসন্দেহে বড় একটা নাম। আজ জন্মদিন শ্রীদেবীর। জন্মদিনে অভিনেত্রীর সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নিন এক ঝলকে-
১. ছবির জগতে তিনি জনপ্রিয় শ্রীদেবী নামে। কিন্তু অভিনেত্রীর আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন। প্রথম মহিলা সুপারস্টার হিসেবে তাঁকেই মনে করা হয়।
২. স্টিভেন স্পিলবার্গের 'জুরাসিক পার্ক' ছবিটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু এটা কি জানেন সেই জুরাসিক পার্কেই অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর? শোনা যায়, 'জুরাসিক পার্ক'-এ একটি ছোট চরিত্রে অভিনয়ের জন্য শ্রীদেবীকে প্রস্তাব দিয়েছিলেন স্টিভেন স্পিলবার্গ। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কারণ হিসেবে তাঁর মনে হয়েছিল যে, সেই চরিত্রে তাঁর বিশেষ কিছু করার ছিল না।
৩. ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে 'না জানে কাঁহা সে আয়ি হ্যায়' ছবির শ্যুটিং করেছিলেন শ্রীদেবী।
৪. অনিল কপূর অভিনীত ছবি 'বেটা'-তে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীদেবীকে। কিন্তু সেই অফার তিনি ফিরিয়ে দেন। অনিল কপূরের সঙ্গে ততদিনে বহু ছবিতে অভিনয় করে ফেলেছিলেন বলেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বলে শোনা যায়।
৫. স্বামী বনি কপূরের প্রযোজিত ছবি 'জুদাই' এবং 'হমারা দিল আপকে পাস হ্যায়'-র চরিত্রের নামে নিজের দুই মেয়ের নামও রেখেছিলেন শ্রীদেবী।
৬. শুধু অভিনয়ই নয়। গানেও সমান পারদর্শী ছিলেন শ্রীদেবী। 'সদমা', 'চাঁদনি' প্রভৃতি ছবিতে প্লেব্যাক গায়িকার ভূমিকাতেও দেখা গিয়েছিল শ্রীদেবীকে।
৭. দক্ষিণ ভারতের মানুষ হওয়ায় সঠিকভাবে হিন্দি বলতে বেশ সমস্যায় পড়তেন শ্রীদেবী। 'আখরি রাস্তা' ছবিতে শ্রীদেবীর জন্য ডাবিং করেন রেখা। রেখা ছাড়াও শ্রীদেবীর বিভিন্ন ছবিতে অভিনেত্রীর জন্য ডাবিং করতেন অভিনেত্রী নাজ।
৮. শ্রীদেরবীর যখন মাত্র ১৩ বছর বয়স। তখনই তিনি 'মুনড্রু মুড়িচু' ছবিতে রজনীকান্তের সৎ মায়ের ভূমিকায় অভিনয় করে নিজের প্রতিভা সকলের সামনে তুলে ধরেন।
৯. মাত্র ৪ বছর বয়সেই অভিনয়ে অভিষেক হয় শ্রীদেবীর।
১০. শাহরুখ খান অভিনীত 'শক্তি : দ্য পাওয়ার' ছবিটি প্রযোজনা করেন শ্রীদেবী। ছবিতে তাঁরও অভিনয় করার কথা ছিল। কিন্তু তখন তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। তাই এই ছবিতে অভিনয় করা হয়নি শ্রীদেবীর।