এক্সপ্লোর
Advertisement
ভিডিও এল সামনে: যখন মেয়ে জাহ্নবিকে বাইক চালানো শিখিয়েছিলেন শ্রীদেবী
নয়াদিল্লি: কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। দেশের অগনিত সিনেমাপ্রেমী স্মৃতিতে তিনি জীবিত রয়ে গিয়েছেন। বলিউডে নিজস্ব একটা পরিচিত গড়ে তুলেছিলেন শ্রীদেবী। অসাধারণ অভিনয়, গ্ল্যামারের সৌজন্যে তাঁকে বলিউডের প্রথম মহিলা সুপারস্টার বলা হয়।
রূপোলি পর্দার মতো বাস্তব জীবনেও শ্রীদেবী ছিলেন বর্ণময়। নিজের দুই মেয়ে জাহ্নবি ও খুশিকে যে তিনি দারুণ ভালোবাসতেন, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, দুই মেয়েকে ছায়ার মতো আগলে রেখেছিলেন তিনি।
দুই মেয়ের জীবনের পথে এগিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছিলেন শ্রীদেবী। সাধারণত দেখা যায় যে, বাবারাই মূলত ছেলেমেয়ের গাড়ি চালানোর মতো বিষয় সেখান। কিন্তু এক্ষেত্রেও ব্যতিক্রম শ্রীদেবী। একটি ভিডিও সামনে এসেছে, যেখানে শ্রীদেবীকে তাঁর বড় মেয়ে জাহ্নবিকে বাইক চালানো শেখাতে দেখা যাচ্ছে। বাইক চালাচ্ছেন জাহ্নবি। পিছনের সিটে বসে শ্রীদেবী। মুম্বইয়ে লোখান্ডাওয়ালায় শ্রীদেবীর বাড়ির সামনেই এই ভিডিও তোলা হয়েছে।
মেয়ে জাহ্নবিকে বলিউডের তারকা হয়ে উঠতে দেখাটা ছিল শ্রীদেবীর স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। এই বছরেরই শেষের দিকে শ্রীদেবীর মেয়ে জাহ্নবির প্রথম সিনেমা মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement