![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Srijit Mukherjee: সৃজিতের ছবি থেকে সরলেন অনির্বাণ, রুদ্রনীল.. পরমব্রত-অনন্যাকে নিয়ে চূড়ান্ত হল কাস্টিং
Anirban Bhattacharyya: এই ছবির প্রথম ঘোষণার কাস্টিংয়ের তালিকায় নাম ছিল, অনির্বাণ ভট্টাচার্য্য, রুদ্রনীল ঘোষ, ঋদ্ধি সেন ও সত্যম ভট্টাচার্য্যের।
![Srijit Mukherjee: সৃজিতের ছবি থেকে সরলেন অনির্বাণ, রুদ্রনীল.. পরমব্রত-অনন্যাকে নিয়ে চূড়ান্ত হল কাস্টিং Srijit Mukherjee Anirban Bhattacharyya Rudraneil Ghosh Parambrata Chatterjee Anannya New Bengali Film Entertainment News Srijit Mukherjee: সৃজিতের ছবি থেকে সরলেন অনির্বাণ, রুদ্রনীল.. পরমব্রত-অনন্যাকে নিয়ে চূড়ান্ত হল কাস্টিং](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/15/9bb28e09c98fc0de0dafdb2c021f3b64171574366193049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ঘোষণা হয়েছিল আগেই, তবে তাতে বদলও এল। সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবি 'সত্যি বলে সত্যি কিছু নেই' (Sotti Bole Sotti Kichu Nei)। এর আগে কাস্টিং চূড়ান্ত হয়ে গিয়েছিল এই ছবির। তবে তাতে, একাধিক কারণে কিছু বদল এসেছে। এরপরে ঘোষণা করা হল, ছবির ফাইনাল কাস্ট। কে কে বাদ গেলেন আর কে কে যোগ দিলেন এই ছবিতে? দেখে নেওয়া যাক..
মঙ্গলবার ঘোষণা করা হয়েছে এই ছবির ১৩ জন কাস্টের নাম। কে কে রয়েছেন সেই তালিকায়? রয়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), সৌরসেনী মৈত্র (Souroseni Maitra), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee), রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় (Rahul Banerjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), ফাল্গুনী চট্টোপাধ্যায় (Phalguni Chatterjee), কৌশিক সেন (Kaushik Sen), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)।
কী কী বদল এল? এই ছবিতে সৌরসেনী থাকবেন, সেই কথা আগেই জানিয়েছিলেন সৃজিত। কাস্টিং প্রকাশ্যে আসতে দেখা গেল, রয়েছেন সৌরসেনী। এই ছবির প্রথম ঘোষণার কাস্টিংয়ের তালিকায় নাম ছিল, অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), ঋদ্ধি সেন (Riddhi Sen), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharya)। প্রযোজনা সংস্থার তরফ থেকে নাম ঘোষণা না করা হলেও, শোনা যাচ্ছিল এই ছবিতে থাকতে পারেন আদৃত রায় (Adrit Roy)-ও। তবে সম্ভবত তিনিও নেই এই ছবিতে। সৃজিত চূড়ান্ত কাস্টিংয়ের যে ছবি পোস্ট করেছেন, সেখানে ছিলেন না আদৃত।
আপাতত 'সারেগামাপা'-এর মতো প্রথম সারির রিয়্যালিটি শো-তে সঞ্চালনার ভূমিকায় দেখা যাচ্ছে অনির্বাণকে। সৃজিতের সঙ্গে তাঁর সুসম্পর্ক থাকলেও, তিনি এই ছবিটার জন্য সম্ভবত সময় দিতে পারবেন না। সেই কারণেই সরে দাঁড়ানো।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)