এক্সপ্লোর
জনপ্রিয় মার্কিন সায়েন্স-ফিকশন শোয়ে অতিথি হিসেবে আমন্ত্রিত শাহরুখ

মুম্বই: জনপ্রিয় মার্কিন সায়েন্স-ফিকশন সিরিজ ‘ডার্ক জেন্টলি হলিস্টিক ডিটেকটিভ এজেন্সি’-র সিজন টুয়ে অতিথি হিসেবে আমন্ত্রিত শাহরুখ খান। শোয়ের এক্সিকিউটিভ প্রডিউসার অরবিন্দ এথান ডেভিড নিজে শাহরুখকে এই শোয়ে আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন।
বিবিসি-র এই ড্রামা মূলত ডগলাস অ্যাডামসের প্রবন্ধ থেকে অনুপ্রাণিত।এখানকার মূল চরিত্র বিভিন্ন কেসের সমাধান করতেন অশরীরী শক্তি ব্যবহার করে। কিন্তু টুইটারে এই টিভি সিরিজ সম্পর্কে বাদশার মন্তব্য, তিনি জানতেন এটি ডগলাস অ্যাডামসের জনপ্রিয় প্রবন্ধ থেকে অনুপ্রাণিত। তবে দেখতে বসে এই টিভি সিরিজের ভক্ত হয়ে গেছেন বলে টুইটে জানান বাদশা।
শাহরুখ এই শোয়ের ভক্ত সেকথা জেনে ডেভিড তাঁকে শোয়ে অতিথি হয়ে আসার জন্যে আমন্ত্রণ জানান। আর এরপরই আমন্ত্রণ খোলা মনে গ্রহণ করে শাহরুখ জানান, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য তাঁকে জানাতে। তিনি তাঁর সময় বের করে শোয়ে পৌঁছে যাবেন। শোটিতে অভিনয় করেছেন হলিউড তারকা স্যামুয়েল বার্নেট, এলিজা উড, হান্না মার্কস, ফিওনা ডাউরিফ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























