এক্সপ্লোর
Advertisement
এক ফোনেই 'টিউবলাইট'-এ অভিনয়ে রাজি হন শাহরুখ: সলমন
মুম্বই: শাহরুখ খান বলিউড বাদশা হতে পারেন, কিন্তু বন্ধুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তিনি একমুহূর্ত ভাবনাচিন্তা করেন না।
প্রসঙ্গত, দিন কয়েক আগে সলমন খান তাঁর আসন্ন ছবি 'টিউবলাইট'-এ একটি ছোট্ট ক্যামিওর চরিত্রে অভিনয়ের জন্যে শাহরুখকে ফোন করেছিলেন। ফোন করে তাঁর কথা সম্পূর্ণ করার আগেই ছোট্ট চরিত্রটি করতে রাজি হয়ে যান বাদশা। তিনি শুধু একটাই কথা বলেন ‘ইটস ডান’।
দিন কয়েকের মধ্যেই মুক্তি পাচ্ছে সলমনের ‘টিউবলাইট’। এখন জোরকদমে চলছে এই ছবির প্রচারও। সোমবার এক অনুষ্ঠানে ছবিতে অভিনয় করা শিশুশিল্পী ম্যাটিন রে ট্যাঙ্গুকে দর্শকদের সঙ্গে পরিচয় করানোর জন্যে বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সলমন। ইটানগরের এই শিশুশিল্পী ছবিতে অসাধারণ অভিনয় করেছে বলে জানিয়েছেন ভাইজান। হর্ষালির মতোই একেও জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন তিনি। ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের পটভূমিতে তৈরি ছবিতে সেনা জওয়ানের চরিত্রে অভিনয় করেছেন সলমনের ভাই সোহেল খান।মার্কিনযুদ্ধ ড্রামা 'লিটল বয়'-এর অনুকরণে তৈরি হয়েছে কবীর খান পরিচালিত, সলমন খান অভিনীত এই ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement