এক্সপ্লোর
ইনি এসআরকে-র লুকঅ্যালাইক, মিল দেখলে অবাক হয়ে যাবেন
ভদ্রলোকের নাম আক্রম আল ইসায়ি, জর্ডনের বাসিন্দা। পেশায় ফটোগ্রাফার।

মুম্বই: কিছুদিন পরপরই বাজারে আসেন বলিউড তারকাদের একজন দুজন লুকঅ্যালাইক। তাঁদের দেখতে হয় এক্কেবারে প্রিয় নায়ক নায়িকাদের মত কিন্তু কী যেন একটা কমতি থাকে। কয়েক মাস আগে ক্যাটরিনা কাইফের লুকঅ্যালাইকের ছবিতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আর এবার দেখা যাচ্ছে এমন এক ব্যক্তিকে, যিনি হুবহু শাহরুখ খানের প্রতিকৃতি। ভদ্রলোকের নাম আক্রম আল ইসায়ি, জর্ডনের বাসিন্দা। পেশায় ফটোগ্রাফার। মুম্বইয়ের এক সেলিব্রিটি ফটোগ্রাফার তাঁর বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এসআরকের সঙ্গে এঁর মিল দেখলে চমকে উঠতে হয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















