এক্সপ্লোর
দুরদর্শনের সঞ্চালকের ভূমিকায় শাহরুখ খান! পুরানো দিনের ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে শাহরুখ তখন বলিউডের সুপারস্টার হয়ে ওঠেনি। ওই ভিডিও থেকে তাঁর কেরিয়ারের ফেলে একটি মুহূর্ত দেখা গিয়েছে। ভাইরাল ভিডিওতে তাঁকে দুরদর্শনের একটি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে।

মুম্বই: সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে শাহরুখ তখন বলিউডের সুপারস্টার হয়ে ওঠেনি। ওই ভিডিও থেকে তাঁর কেরিয়ারের ফেলে একটি মুহূর্ত দেখা গিয়েছে। ভাইরাল ভিডিওতে তাঁকে দুরদর্শনের একটি অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে। দুরদর্শনের প্রাক-নববর্ষের অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে সঞ্চালনা করতে দেখা গিয়েছে শাহরুখকে। ভিডিও ক্লিপটিতে সঞ্চালক ও সহ সঞ্চালককে অনুষ্ঠানে গান গাইবার জন্য ততকালীন উঠতি গায়ক কুমার শানুকে আমন্ত্রণ জানাতে দেখা গিয়েছে।
সেই সময়কার ফ্যাশন মতো ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে শাহরুখকে। অনুষ্ঠানে গান গাইতে আমন্ত্রণ জানানোর আগে শাহরুখ ও তাঁর সহ সঞ্চালক কুমার শানুর পরিচিতি দেন দর্শকদের কাছে। শাহরুখ জিজ্ঞাসা করেন,‘কুমার শানু, ওহি হ্যায় যো কিশোর কুমারকে আন্দাজ মে গাতে হ্যায়?’এর জবাবে সহ সঞ্চালক বলেন, কিশোর কুমার দ্বারা প্রভাবিত হলেও কুমার শানুর একটি স্বতন্ত্র গায়কি রয়েছে। এরপর কুমার শানু মঞ্চে আসেন।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। এর মাত্র কয়েক বছর পরই বলিউডে তারকা হয়ে ওঠেন শাহরুখ। সেইসঙ্গে কুমার শানু ইন্ড্রাস্ট্রিতে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হয়ে ওঠেন।View this post on Instagram#ShahrukhKhan as a tv anchor for a singing programs of #Doordarshan. #srk #shahrukh
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
