Prabhas: হঠাৎ ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হল প্রভাসের হিট সিনেমা! কারণটা কী?
Prabhas News: এস এস রাজামৌলি-র ছবি বাহুবলী: দ্য বিগিনিং ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। এরপর এর দ্বিতীয় অংশ ২০১৭ সালে মুক্তি পায়

কলকাতা: এই সিনেমা গোটা রুপোলি পর্দায় তোলপাড় ফেলে দিয়েছিল। বক্সঅফিসে দুর্দান্ত আয় করার পাশাপাশি, দর্শকদেরও ভীষণ মনে ধরেছিল এই সিনেমা। 'লার্জার দ্যান লাইফ' এই সিনেমা দর্শকদের ভীষণ পছন্দ হয়েছিল। ছবিটি হল 'বাহুবলী'। এই সিনেমার দুটি ভাগই ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল। বড়পর্দায় মুক্তি পাওয়ার পরে, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মেও। তবে বর্তমানে চর্চায়, 'বাহুবলী: দ্য এপিক'। শোনা যাচ্ছে, 'বাহুবালী'-র দুটি মুক্তি পাওয়া সিনেমার অংশ মিলিয়েই তৈরি হবে 'বাহুবলী: দ্য এপিক'। এতে কিছু কিছু পরিবর্তন ও আনা হবে।
তবে তার আগে, বড় পদক্ষেপ নিয়েছে নেটফ্লিক্স। এই ছবিগুলি এতদিন নেটফ্লিক্সেই ছিল। যাঁরা এই প্ল্যাটফর্মটি সাবস্ক্রাইব করেছিলেন, তাঁরাই দেখতে পেতেন। তবে, নেটফ্লিক্স ইন্ডিয়া প্রভাস অভিনীত ব্লকবাস্টার ছবি 'বাহুবলী: দ্য বিগিনিং' এবং 'বাহুবলী ২: দ্য কনক্লুশন' তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে। অনেকের ধারণা, 'বাহুবলী: দ্য এপিক'-এর মুক্তির আগে নির্মাতাদের এমন পদক্ষেপ সম্ভবত তাদের মার্কেটিং কৌশল হতে পারে, যাতে মুক্তির সময় সিনেমা হলে ছবি দেখতে আসা দর্শকের সংখ্যা বাড়ে।
যদিও 'বাহুবলী: দ্য এপিক'-এর মুক্তির আগে নেটফ্লিক্স থেকে প্রভাস-এর এই দুটি ছবি সরিয়ে নেওয়া হয়েছে, তবে যাঁরা এই সিনেমাটিকে ভালবাসেন, এখনও অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে এটি উপভোগ করতে পারবেন। ওটিটি প্লে-র রিপোর্ট অনুযায়ী, আপনারা বাহুবলী: দ্য বিগিনিং এবং বাহুবলী ২: দ্য কনক্লুশন-কে Sony LIV এবং Jio Hotstar-এ গিয়ে দেখে নিতে পারেন। আগামী ছবিটি মুক্তি পাওয়ার আগে, এই দুটি সিনেমা দেখে নিলে, আপনার গল্প ও চরিত্রগুলি সম্পর্কে আরও ধারণা হবে। ফলে আপনি চরিত্রগুলো আরও বেশি করে উপভোগ করতে পারবেন।
এস এস রাজামৌলি-র ছবি বাহুবলী: দ্য বিগিনিং ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। এরপর এর দ্বিতীয় অংশ ২০১৭ সালে মুক্তি পায়। ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে নির্মাতারা ঘোষণা করেছিলেন যে, এর সম্মিলিত সংস্করণটি তাঁরা বাহুবলী: দ্য এপিক নামে সিনেমা হলগুলিতে মুক্তি দেবেন। এর তৃতীয় অংশে প্রযুক্তিগত আপগ্রেডও দেখা যাবে। এছাড়াও, ছবিতে অনেক নতুন দৃশ্য যোগ করা হবে, যা দর্শকের সিনেমা দেখার অভিজ্ঞতাকে একেবারে অন্য স্তরে নিয়ে যাবে। এমনও অনেক গুজব শোনা যাচ্ছে যে, ছবি থেকে বেশ কিছু রোমান্টিক দৃশ্যও বাদ দেওয়া হবে, যাতে ছবির সময়সীমা বজায় রাখা যায়। জানিয়ে রাখি, প্রভাস-এর এই ব্লকবাস্টার ছবিটি এই বছর ৩১শে অক্টোবর মুক্তি পাবে।






















