‘বাহুবলী’-খ্যাত পরিচালক রাজামৌলির জন্মদিনে শুভেচ্ছা মহেশবাবু, তামান্না, কর্ণ জোহরের
বলিউড থেকেও প্রশংসার বন্যায় ভাসেন রাজামৌলি, যাঁর সম্পর্কে বলা হয়, বাহুবলীর মাধ্যমে যিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন।
মুম্বই: বৃহস্পতিবার, ৪৬ বছর পূর্ণ করলেন বাহুবলী-খ্যাত চলচ্চিত্র পরিচালক এস এস রাজামৌলি। এই উপলক্ষ্যে, তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিলেন দেশের সিনে জগতের বিশিষ্টরা।
বাহুবলীর প্রযোজকরা সকলের আগে রাজামৌলিকে শুভেচ্ছা জানান। টুইটারে লেখেন, গেম-চেঞ্জার আমাদের সকলের প্রিয় রাজামৌলি গারুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে আরও সাফল্যের কামনা রইল। রাজামৌলিকে দূরদৃষ্টিসম্পন্ন পরিচালক উল্লেখ করেন ওই ছবির অন্যতম নায়িকা তামান্না। মঞ্চু মনোজ আবার তাঁকে ভারতীয় সিনেমার বর্তমান কভার পেজ হিসেবে প্রশংসা করেন।
Here's wishing a visionary director who has redefined the Indian cinema, a very happy birthday! You're such an inspiration, @ssrajamouli! Wish you the best of everything!
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) October 10, 2019
দক্ষিণী সিনেমার তারকারাও, রাজামৌলিকে শুভেচ্ছাবার্তা দেন। রাম চরণ বলেন, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আশা করি আপনি ভারতীয় সিনেমায় আরও নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন। অভিনেতা মহেশবাবু লেখেন, আইকনিক পরিচালক রাজামৌলিকে জন্মদিনের শুভেচ্ছা। আশা করব, আপনি এই প্রজন্মের পরিচালকদের কাছে অনুপ্রেরণা হবেন।
Wishing our most Iconic director @ssrajamouli a very happy birthday. May you continue to inspire an entire generation of filmmakers. Have a great year ahead! 🎂🎂🎉
— Mahesh Babu (@urstrulyMahesh) October 10, 2019
শুধু টলিউড (দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে এই নামেই ডাকা হয়) নয়, বলিউড থেকেও প্রশংসার বন্যায় ভাসেন রাজামৌলি, যাঁর সম্পর্কে বলা হয়, বাহুবলীর মাধ্যমে যিনি তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। বলিউডের অন্যতম প্রথম সারির পরিচালক কর্ণ জোহর বলেন, একজন প্রতিষ্ঠিত জিনিয়াস। সিনেমার জাদুকর। নিঃসংশয়ভাবে, আজকের দিনে ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র-নির্মাতা। শুভ জন্মদিন স্যার। আপনাকে স্যালুট ও শ্রদ্ধা।
To a bonafide genius! A movie magician! Undoubtedly the BIGGEST Filmmaker of Indian Cinema today ....Happy Birthday Sir! Salute and immense respect always! @ssrajamouli pic.twitter.com/3ySwYCjgh5
— Karan Johar (@karanjohar) October 10, 2019