এক্সপ্লোর
Advertisement
তৈরি হবে ‘বাহুবলী-থ্রি’, কিন্তু আগের দুটির কোনও ছায়া কি দেখা যাবে এখানে, কী বলছেন রাজামৌলি?
নয়াদিল্লি: ‘বাহুবলী:দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী ২:দ্য কনক্লিউশন’-এর পর দর্শকের মধ্যে আগ্রহ জেগেছে ‘বাহুবলী থ্রি’ নিয়ে।তাঁরা জানতে আগ্রহী পরিচালক আদও ‘বাহুবলী থ্রি’ তৈরি করবেন কিনা? সমস্ত জল্পনায় জল ঢেলে অবশেষে পরিচালক জানিয়েছেন ‘বাহুবলী থ্রি’ অবশ্যই তৈরি হবে। তবে আগের দুটি অধ্যায়ের সঙ্গে এর কোনও সম্পর্ক থাকবে না। ‘বাহুবলী থ্রি’ তৈরি হবে সম্পূর্ণ অন্যভাবে। তাঁর দাবি দর্শক এভাবে কার্যত আগে কখনও সিনেমা দেখেননি, এমনই অভিনব অভিজ্ঞতা হবে তাঁদের।
প্রভাস, রানা দাগ্গুবাটি অভিনীত ‘বাহুবলী ২:দ্য কনক্লিউশন’, শুধুমাত্র ভারতের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট ছবি নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ছবিকে এক নম্বর ভারতীয় ছবির তকমা দেওয়া হয়েছে। এই ছবির রেশ এতটাই মারাত্মক কার্যত দর্শকরাই চান না কল্পিত মহিষমাথি রাজত্বের কাহিনীর শেষ হোক।
এই প্রসঙ্গে রাজামৌলির দুবছরের আগের একটি ফেসবুক পোস্ট দেখে মনে হচ্ছে ‘বাহুবলী থ্রি’ হয়তো তৈরি হবে। তবে রাজামৌলির সঙ্গে শুধু ‘বাহুবলী’ নয়, ‘মহাভারতে’র নামও জড়িয়ে গেছে। এবিষয়ে তিনি কী ভাবছেন জানতে চাওয়া হলে পরিচালক বলেন, ‘মহাভারত’ তিনি তৈরি করতে চান, তবে দশ বছর বাদে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement