Subhash Ghai: অযোধ্যার রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন সুভাষ ঘাই, কী বলছেন উচ্ছ্বসিত পরিচালক?
Ram Mandir Inauguration: রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে সুভাষ জানিয়েছেন, আমন্ত্রণ পেয়ে তাঁর মন খুশিতে ভরে গিয়েছে।
মুম্বই: ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন (Ayodhya Ram Mandir Inauguration) হবে, এই খবর ইতিমধ্যেই সবার জানা। শুধু জানা বললে ভুল হবে, এই রামমন্দির উদযাপন নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে চূড়ান্ত। বহু নামজাদা ব্যক্তিরা আসতে চলেছেন এই বিশাল অনুষ্ঠানে। আর এবার, আমন্ত্রিতের তালিকায় উঠে এল আরও এক খ্যাতনামা ব্যক্তির নাম। সেটি হল বিখ্যাত বলিউড পরিচালক সুভাষ ঘাইয়ের (Subhash Ghai) নাম। সূত্রের খবর, তাঁকে আমন্ত্রিত করা হয়েছে ২২শে জানুয়ারি রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে। তবে কেবল সুভাষ ঘাই নয়, বলিউডের বহু তারকাই রয়েছেন আমন্ত্রিতের তালিকায়।
রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে সুভাষ জানিয়েছেন, আমন্ত্রণ পেয়ে তাঁর মন খুশিতে ভরে গিয়েছে। ঐতিহাসিক উদ্বোধনের অংশ হতে পেরে তিনি খুবই আনন্দিত। সুভাষের মতে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুধুমাত্র একটি ধার্মিক কেন্দ্রই নয়, বরং ভারতেরই ঐতিহ্যের একটি প্রমাণ।
সুভাষ ঘাই ছাড়াও আরও অনেক বলিউড তারকাদের আমন্ত্রিত করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), অনুপম খের (Anupam Kher), অক্ষয় কুমার (Akshay Kumar), রাজকুমার হিরানি (Rajkumar Hirani), রোহিত শেট্টি (Rohit Shetty) ও আরও কলাকুশলীরা। দক্ষিণী তারকাদের মধ্যে আসছেন মোহনলাল (Mohanlal), ঋষভ শেট্টি (Rishav Shetty), ধনুশ (Dhanush), চিরঞ্জীবী (Chiranjeevi) ও আরও কলাকুশলীরা উপস্থিত থাকবেন ২২শে জানুয়ারি।
শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট (Shree Ram Janmabhoomi Tirtha Kshetra Trust) ২২শে জানুয়ারি দুপুরবেলা রাম লালার মূর্তিকে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছে। শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সতেন্দ্র দাস আগেই জানিয়েছিলেন যে, প্রাণ প্রতিষ্ঠা ট্রাস্টের (Pran Pratishtha) পক্ষ থেকে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার ও আরও কলাকুশলীদের আমন্ত্রিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) হাজির থাকবেন নিজেই। প্রত্যেক কলাকুশলীদের অযোধ্যায় স্বাগত জানানো হবে।
প্রাণ প্রতিষ্ঠা ট্রাস্টের পক্ষ থেকে ৪০০০ সাধুদেরও আমন্ত্রিত করা হয়েছে। রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান অযোধ্যায় শুরু হবে ১৬ই জানুয়ারি থেকে। বেনারসের একজন বৈদিক পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত ২২শে জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে মূল আচার সঞ্চালন করবেন। ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি অযোধ্যায় অমৃত মহোৎসব হবে।
হাজার হাজার ভক্তদের খাওয়ানোর আয়োজন করা হচ্ছে। ভক্তদের থাকার জায়গার ব্যপারেও বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে। শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের অনুযায়ী ১০০০০-১৫০০০ মানুষের জন্য ব্যবস্থা করা হবে। প্রাণ প্রতিষ্ঠার দিন যাতে নিরাপত্তার দিকে কোনও রকমের সমস্যা না হয়, সেই দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: Amitabh Bacchan: সাঁতরে আমেরিকা যেতে চান অমিতাভ! মজার মোড়কে 'বিগ বি'-র অভিনব আবদার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।