Amitabh Bacchan: সাঁতরে আমেরিকা যেতে চান অমিতাভ! মজার মোড়কে 'বিগ বি'-র অভিনব আবদার
Amitabh Bacchan News: অমিতাভ বচ্চনের ফিটনেস চিরকালই প্রশ্নাতীত। ৮০-র কোটা পার করেছেন তিনি। তবে নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকার ফলে তিনি যথেষ্ট ফিট। মেনে চলেন কড়া ডায়েটও
![Amitabh Bacchan: সাঁতরে আমেরিকা যেতে চান অমিতাভ! মজার মোড়কে 'বিগ বি'-র অভিনব আবদার Amitabh Bacchan shared a funny post on social media know what Big B is saying Amitabh Bacchan: সাঁতরে আমেরিকা যেতে চান অমিতাভ! মজার মোড়কে 'বিগ বি'-র অভিনব আবদার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/05/ab11615a2ef27b37f448bb5758133568170446739199349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁর কাছে বয়স সংখ্যামাত্র। অভিনয় থেকে শুরু করে সঞ্চালনার মঞ্চ, সব জায়গাতেই স্বমহিমায় উজ্জ্বল তিনি। বছরের পর বছর, তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক, অবাক হয়েছেন তাঁর ব্যক্তিত্বে। তিনি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। আর আজ, সোশ্যাল মিডিয়ায় অমিতাভের মজার মোড়কে শেয়ার করা পোস্ট দেখে, ফের যেন নতুন করে অবাক হলেন তাঁর অনুরাগীরা।
অমিতাভ বচ্চনের ফিটনেস চিরকালই প্রশ্নাতীত। ৮০-র কোটা পার করেছেন তিনি। তবে নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকার ফলে তিনি যথেষ্ট ফিট। মেনে চলেন কড়া ডায়েটও। আর সদ্য দেওয়া তাঁর ছবি দেখে বোঝা যাচ্ছে, সমুদ্রে সাঁতার কাটছিলেন তিনি। স্নানপোশাকের ওপর অমিতাভ একটি লাইফ জ্যাকেটও পরে রয়েছেন। মাথায় টুপি। এই ছবিতে দেখা যাচ্ছে, তিনি যেন হেঁটে উঠে আসছেন জল থেকে। আর ক্যাপশানে তিনি রেখেছেন একটি মজার কথোপকথন।
সাঁতার কাটতে কাটতে নাকি তাঁর পথপ্রদর্শককে অমিতাভ এক অদ্ভুত প্রশ্ন করে বসেন। তাঁকে ডেকে বলেন, 'আমেরিকা কতদূর?' পথপ্রদর্শক নাকি তখন অমিতাভকে পরামর্শ দেন, এমন প্রশ্ন না করে চুপ করে সাঁতার কাটতে। সোশ্যাল মিডিয়ার এই পোস্টে অনেকেই বিভিন্ন খুনসুটি করেছেন। অনেকে আবার তাঁকে ক্যাপশানে মজা করে তাঁকে বলেও দিয়েছেন আমেরিকার ঠিকানা। অমিতাভ কি সত্য়িই সাঁতরে আমেরিকা পৌঁছতে পারলেন? সেই উত্তর অবশ্য দেননি অমিতাভও। তবে অনুরাগীদের বেশ মনে ধরেছে মজার এই ছবি।
তিনি আদ্যোপান্ত ক্রিকেটপ্রেমী। ভারতের ম্যাচ থাকলে মাঠেও দেখা যেত। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অবশ্য নিজে মজা করে বলেন, তিনি ম্যাচ দেখলেই ভারত হেরে যায়। তবে ভারতের ম্যাচের আগে-পরে তিনি নিয়মিতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সদ্যই বিগ বি এবার ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (ISPL) টুর্নামেন্টে মুম্বই দলের মালিকানা কিনেছেন অমিতাভ।
View this post on Instagram
আরও পড়ুন: Ira Khan Marriage: উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন ইরা-নূপুর.. সপরিবারে রওনা হলেন আমির
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)