এক্সপ্লোর
Advertisement
‘৩০ বছরেই মা হতে চেয়েছিলাম, জন্মদিনের সেরা উপহার ইউভান’ বলছেন শুভশ্রী
মা পায়েস বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। বাড়ির ছোটরা সাজিয়েছে কেক, বেলুন। আজ অফিস যাওয়া বাতিল করে দিয়েছেন রাজ চক্রবর্তী। গাঢ় নীল পোশাকে সেজে আজ খুশিতে ঝলমল করছিলেন বার্থডে গার্ল শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কলকাতা: মা পায়েস বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। বাড়ির ছোটরা সাজিয়েছে কেক, বেলুন। আজ অফিস যাওয়া বাতিল করে দিয়েছেন রাজ চক্রবর্তী। গাঢ় নীল পোশাকে সেজে আজ খুশিতে ঝলমল করছিলেন বার্থডে গার্ল শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
রিল ছেড়ে এখন রিয়েল লাইফে নতুন ভূমিকা সামলাচ্ছেন তিনি। জন্মদিনেও তাই ব্যস্ত নায়িকা। ছেলে ইউভানকে সামলানোর পাশাপাশি কেমন কাটল আজকের দিনটা? এবিপি আনন্দকে শুভশ্রী বললেন, ‘জন্মদিনটা আমি পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসি বরাবর। আর কোভিড পরিস্থিতিতে বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। কয়েকজন বন্ধু-বান্ধবের আসার কথা ছিল। কিন্তু সেটা বাতিল করতে হয়েছে। এই পরিস্থিতিতে জমায়েত যতটা এড়ানো যায় আর কী!‘
সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের ছবি পোস্ট করেছেন রাজ। বেলুন হাতে শুভশ্রীর সেই ছবির পাশে পরিচালক লিখেছেন, ‘আমি যত তোমার কথা ভাবি ততই অবাক হই। তুমি আমার জীবনে কতটা তা ভাষায় প্রকাশ করতে পারব না।‘ ছবির কমেন্টবক্স উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়।
৩০ বছরে পা দিলেন শুভশ্রী। এই বছরটা নাকি তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ? গত ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর পরিবারে এসেছে নতুন সদস্য। ছেলে ইউভানকে নিয়েই এখন সারাটা দিন কেটে যাচ্ছে শুভশ্রীর। বললেন, ‘৩ আমার লাকি নম্বর। আমি চেয়েছিলাম ৩০ বছর বয়সে মা হতে। এটা স্বপ্নপূরণের জন্মদিন।’ শেষে যোগ করলেন, ‘এবারের জন্মদিনের সেরা উপহার তো ইউভানই। ‘
গোটা বাড়ি সাজানো হয়েছিল বেলুন দিয়ে, আনা হয়েছিল কেকও। রাত্রেও বাড়িতে বিশেষ খাওয়াদাওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সবটাই বাড়িতে। রেস্তোরাঁয় ডিনার সারতে যাওয়া এবছরের জন্য মুলতুবি। তবে আক্ষেপ নেই শুভশ্রীর। হেসে বললেন, ‘বাইরে যাব কী! আমার বাড়ির সবাই এত্ত ভালো রান্না করে না!’
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement