Subhashree Ganguly Update: দীপাবলিতে লাল লেহঙ্গায় নজরকাড়া শুভশ্রী, মুগ্ধ নেটিজেনরা
Subhashree Ganguly Update: লাল লেহঙ্গা, মাথায় ওড়না, গায়ে ভারি গয়না। হলুদ আলোয় যেন নববধূ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জন্মদিনের ঠিক একদিন পরে দীপাবলিতে নববধূর বেশে ধরা দিলেন রাজ-ঘরণী।
কলকাতা: লাল লেহঙ্গা, মাথায় ওড়না, গায়ে ভারি গয়না। হলুদ আলোয় যেন নববধূ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জন্মদিনের ঠিক একদিন পরে দীপাবলিতে নববধূর বেশে ধরা দিলেন রাজ-ঘরণী। সোশ্যাল মিডিয়ায় নতুন রূপে প্রিয় নায়িকাকে দেখে উচ্ছসিত নেটদুনিয়া।
আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করেছেন ইউভান জননী। গাঢ় লাল লেহঙ্গায় ঝলমল করছেন তিনি। কপালে লাল টিপ, মাথায় লাল ওড়না, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চোখে মুখে লালিত্য। তাঁর কমেন্ট বক্সে ভালোবাসা উপচে দিয়েছেন অনুরাগীরা। এক বছর বয়স বেড়ে শুভশ্রী যেন আরও তরুণী, আরও আকর্ষণীয়।
সদ্য জন্মদিন গিয়েছে শুভশ্রীর। বাড়িতেই ছোট্ট ইউভানকে কোলে নিয়ে কেক কেটেছেন তিনি। প্রিয়জনদের সঙ্গে কাটিয়েছেন বিশেষ দিনটি। এবিপি লাইভকে শুভশ্রী বলছেন, 'এখনও মা প্রতি বছরের মত জন্মদিনে পায়েস বানান। ঠিক পায়েস নয়, ওটা ক্ষীর। বড় বাটির একবাটি ক্ষীর খেয়ে শেষ করতে হবে আমাকেই। কারোও সঙ্গে ভাগ করা যাবে না। আগে মিষ্টি খেতে ভালোবাসতাম। এখন অতটা মিষ্টি খেতে পারি না। তাই জন্মদিনে একবাটি ক্ষীর শেষ করতে হবে ভাবলেই ভয় লাগে।' সময় বদলেছে, পরিস্থিতিও। শুভশ্রীর জীবনে এসেছেন রাজ চক্রবর্তী। তিনিও প্রত্যেক জন্মদিনে নতুন নতুন চমক দেন নায়িকাকে। রাজের থেকে পাওয়া সবচেয়ে সেরা উপহার কী? রহস্যের হাসি হেসে নায়িকা বললেন, 'অবশ্যই আছে, কিন্তু সেগুলো ভীষণ ব্যক্তিগত। সবার সঙ্গে ভাগ করে নিতে চাই না।'
জন্মদিনের আগের সন্ধেতে মুক্তি পেয়েছে শুভশ্রীর নতুন ছবি 'ডাঃ বক্সী'-তে তাঁর ফার্স্ট লুক। সপ্তার্শ বসু পরিচালিত এই ছবিতে শুভশ্রীর বিপরীতে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। জন্মদিনের আগের সন্ধেয় টিম 'ডাঃ বক্সী'-র কেক কেক কেটে উদযাপন করেছেন শুভশ্রী। নিজের জন্মদিনে দর্শকদের উপহার দিয়েছেন মোশন পোস্টার। ছবিতে শুভশ্রীর নাম মৃণালিনী সেন। একজন লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু মোশান পোস্টারে তাঁর হাতে দেখা গেল ছুরি, কপালে ক্ষত। সেখান থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। লেখিকার এই বেশ কেন? রহস্য করে শুভশ্রী বললেন, 'এই প্রশ্নের উত্তর লুকিয়ে ডাঃ বক্সী-র গল্পে।'