Kareena Messi: মেসির সঙ্গে ছবি তোলায় শুভশ্রীকে তুলোধনা, কেন একই কাজ করে প্রশংসা পেলেন করিনা কপূর খান?
Kareena Kapoor Photo with Messi: সোশ্যাল মিডিয়ায় যখন তোলপাড় চলছে মেসির সঙ্গে শুভশ্রীর ছবি তোলা নিয়ে, তখন অনুরাগীরা তুলে আনেন করিনা কপূর খানের তোলা ছবি।

কলকাতা: ২ অভিনেত্রী, ২টি ছবি কিন্তু বিষয় সেই একই। লিওনেল মেসি (Lionel Messi)। ফুটবলের কিংবদন্তির ভারত সফর নিয়ে গোটা দেশেই উত্তেজনা ছিল। তবে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে যে ঘটনা ঘটল, তার ফলে লজ্জিত হল কলকাতা। যুবভারতী স্টেডিয়ামে হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন সাধারণ মানুষ। কিন্তু অভিযোগ, মেসি মাঠ প্রদক্ষিণ করার সময় তাঁকে ঘিরে ছিলেন বেশ কিছু ভিআইপি, আয়োজকদের একাংশ ও আয়োজক ও মন্ত্রীদের বেশ কিছু ঘনিষ্ঠজন। সেই কারণেই, ফুটবলের কিংবদন্তিকে নাকি কার্যত দেখাই যায়নি। মেসি স্টেডিয়াম ছাড়তেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। আর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।
গোটা বিষয়টার শুরু হয়েছিল শনিবার থেকে। শনিবার সকালে লজ্জার ছবি রয়ে গেল যুবভারতীতে। মেসি ম্যাজিক দেখতে এ দিন যুবভারতীতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। কিন্তু লিওনেল মেসি (Lionel Messi) মাঠে আসার পরেই তাঁকে ঘিরে রইলেন VIP, মন্ত্রী ও অন্যান্যরা। ফলে দর্শকাসন থেকে দেখাই গেল না ফুটবলের কিংবদন্তিকে। অবশেষে মেসি যখন মাঠ ছাড়লেন, অনুরাগীরা দেখলেন আর কোনও আশা নেই ফের মেসি দর্শনের, তখন তাঁরা ফেটে পড়লেন ক্ষোভে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে একবারের জন্য ও দেখতে না পাওয়ার আক্ষেপ ভুলতে কেউ চেয়ার উপড়ে ছুড়ে ফেললেন মাঠে, কেউ নিয়ে চলে গেলেন ফুলের টব বা ঘাসের কার্পেট। আর এই ডামাডোলের মধ্যেই হঠাৎ সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে উদ্দেশ্য় করে!
মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পরে যখন মাঠে চলছে চূড়ান্ত বিশৃঙ্খলা, সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি আপলোড করেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে, মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। আরও একটি ছবিতে দেখা যাচ্ছে, সোফায় বসে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে তিনি ক্যাপশানে লিখেছেন, 'GOAT India tour-এ বাংলার ফিল্ম ফ্যাটারনিটির প্রতিনিধিত্ব করছি।' আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী আপলোড করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
যেখানে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ লিওনেল মেসিকে ভাল করে দেখতে পর্যন্ত পাননি, সেখানে তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন.. এই বিষয়টাকে মোটেই ভালভাবে দেখেননি সাধারণ মানুষ। অনেকের মতেই, শুভশ্রীর থেকে মেসির অনেক বড় অনুরাগীরাই সেদিন স্টেডিয়ামে ছিলেন। কিন্তু একসঙ্গে ছবি তোলা তো দূরস্ত, মেসিকে গ্যালারি থেকে দেখতেই পাননি সাধারণ মানুষ। অনেকেই শুভশ্রীকে কটাক্ষ করে লিখেছেন, 'তৃণমূলের MLA-র স্ত্রী হওয়ার কারণেই এতটা প্রাধান্য পেয়েছেন শুভশ্রী।' অনেকে আবার কটাক্ষ করে লিখেছেন, শুভশ্রী ফুটবলের আদৌ কিছুই জানেন না। অথচ এমন একজন মানুষ মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেলেন কী করে?
সোশ্যাল মিডিয়ায় যখন তোলপাড় চলছে মেসির সঙ্গে শুভশ্রীর ছবি তোলা নিয়ে, তখন অনুরাগীরা তুলে আনেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)-এর মেসির সঙ্গে তোলা ছবি। কলকাতার পরে লিওনেল মেসি গিয়েছিলেন হায়দরাবাদে। সেখানে অনুষ্ঠান করার পরেরদিন তিনি উড়ে যান মুম্বইতে। আর সেখানে মেসির সঙ্গে দেখা করেন করিনা কপূর খান, সঙ্গে ছিলেন তাঁর দুই পুত্র, জেহ আর তৈমুর। করিনা আগেই জানিয়েছিলেন, তাঁর ২ পুত্র নাকি মেসির অন্ধ ভক্ত। সেই কারণে মেসি যখন মুম্বইতে এসেছেন, সেই সুযোগ ছাড়তে চাননি করিনা। নিজের ২ ছেলেকে নিয়ে মেসি-দর্শন করাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এখানেই অনেকে তুলে আনেন শুভশ্রীর প্রসঙ্গ। একদিকে শুভশ্রী মেসির সঙ্গে ছবি তোলার কারণে চূড়ান্ত ট্রোলিং-এর শিকার হলেন, অন্যদিকে করিনা কপূর সেই একইভাবে ২ ছেলেকে নিয়ে মেসির সঙ্গে ছবি তুললেন। ২ ঘটনার মধ্যে পার্থক্য নেই.. কিন্তু তাহলে শুভশ্রীকে কটাক্ষ শুনতে হল আর করিনা কেন বেঁচে গেলেন?
এই বিষয়ে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। অনেকেই যেমন বলেছেন যে, করিনা কপূরের ছবি নিয়েও ট্রোলিং হওয়া উচিত ছিল, অনেকে আবার পাল্টা বলেছেন, শুভশ্রী মেসির সঙ্গে ছবি তোলার পরে সাধারণ দর্শক মেসিকে দেখতেই পাননি। কিন্তু করিনা মেসির সঙ্গে ছবি তোলার কারণে তা সাধারণ মানুষের মেসি-দর্শনে কোনও প্রভাব পড়েনি। সেই কারণেই করিনার ছবি নিয়ে কেউ কটাক্ষ করেননি। করিনা পুত্র জেহ অবশ্য মেসিকে দেখে ভীষণ খুশি। মঞ্চ থেকে নামতেই চায়নি জেহ.. তাকে কার্যত হাত ধরে, টেনে জোর করে নামাতে হয় করিনাকে। সোশ্যাল মিডিয়ায় করিনা মেসির সঙ্গে ছেলেদের দেখা করাতে নিয়ে যাচ্ছেন, সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতে অনেকেই প্রশংসা করেছেন করিনার।






















