Alia Ranbir Wedding: রণবীর-আলিয়া ছাড়া বলিউডের কোন কোন দম্পতির বয়সের পার্থক্য অনেক
রণবীর-আলিয়াই বলিউডের প্রথম জুটি নন, যাঁদের মধ্যে বয়সের পার্থক্য অনেক। বরং, বলিউডে এমন অনেক সফল দম্পতি রয়েছেন, যাঁদের মধ্যে বয়সের ফারাক অনেক। জেনে নেওয়া যাক বলিউডের এমন কিছু দম্পতির কথা।
মুম্বই: চলতি মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। তাঁদের মধ্যে বয়সের পার্থক্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি জানা যায়, রণবীর কপূর ছোটবেলার ক্রাশ ছিলেন আলিয়া ভট্টের। অভিনেত্রী যখন ১১ বছর বয়সের ছিলেন, তখন প্রথম দেখাতেই রণবীরকে ভালো লেগে যায় তাঁর। যদিও তার বেশ কিছু বছর পর বলিউডে আত্মপ্রকাশ হয় আলিয়ার। প্রসঙ্গত, রণবীর-আলিয়াই বলিউডের প্রথম জুটি নন, যাঁদের মধ্যে বয়সের পার্থক্য অনেক। বরং, বলিউডে এমন অনেক সফল দম্পতি রয়েছেন, যাঁদের মধ্যে বয়সের ফারাক অনেক। জেনে নেওয়া যাক বলিউডের এমন কিছু দম্পতির কথা, যাঁদের মধ্যে বয়সের পার্থক্য থাকলেও তাঁরা বিবাহিত জীবনে সফল।
১. ধর্মেন্দ্র ও হেমা মালিনি- প্রায় চার দশক হতে চলল ধর্মেন্দ্র ও হেমা মালিনির বিবাহিত জীবনের। জানা যায়, ধর্মেন্দ্রর থেকে তেরো বছরের ছোট বলিউডের ড্রিম গার্ল।
২. দিলীপ কুমার ও সায়রা বানু- ৫৪ বছরের বিবাহিত জীবন দিলীপ কুমার ও সায়রা বানুর। আর তাঁদের মধ্যে বয়সের পার্থক্যও ২৩ বছরের। দিলীপ কুমারের থেকে ২৩ বছরের ছোট সায়রা বানু।
৩. বনি কপূর ও শ্রীদেবী- প্রথম স্ত্রী মোনা কপূরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শ্রীদেবীকে বিয়ে করেন বনি কপূর। তাঁর থেকে ৯ বছরের ছোট শ্রীদেবী।
আরও পড়ুন - Alia Ranbir Wedding: রণবীর কপূর ও আলিয়া ভট্টের মধ্যে বয়সের পার্থক্য কত বছরের?
৪. শিরিষ কুন্দর ও ফারহা খান- বলিউডের জনপ্রিয় দম্পতি কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান ও শিরিষ কুন্দর। জানা যায়, শিরিষের থেকে ৮ বছরের বড় ফারহা খান।
৫. রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা- ২০১২ সালে বিয়ে করেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা। তাঁদের দুই সন্তানও রয়েছে। দুই তারকার মধ্যে বয়সের পার্থক্য ৯ বছরের।
৬. প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস- বিনোদনের জগতের অন্যতম জনপ্রিয় জুটি নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া। তাঁদের সম্পর্কের রসায়ন সবসময় আলোচনায় থাকে। নিক জোনাসের থেকে ১০ বছরের বড় প্রিয়ঙ্কা চোপড়া।
৭. শাহিদ কপূর ও মীরা রাজপুত- করিনা কপূর খানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সম্মন্ধ করে মীরা রাজপুতের সঙ্গে বিয়ে হয় শাহিদ কপূরের। জনপ্রিয় এই দম্পতির মধ্যে বয়সের পার্থক্য ১৩ বছরের।
৮. ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ- গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ভিকির থেকে ৮ বছরের বড় ক্যাটরিনা।