Suhana Khan Update: সুহানা খানের সৌন্দর্য্যে অভিভূত বন্ধুরা, কী লিখলেন কমেন্টে?
Suhana Khan Update: মুখে লাগছে হালকা সূর্যের আলো। গোটা সময়টা বেশ উপভোগ করছেন সুহানা। ঠোঁকে মানানসই গোলাপী লিপস্টিক, পরনে সামান্য গয়না।
নয়াদিল্লি: বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan) সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তারকা সন্তান তাঁর অনুরাগীদের মাঝেমধ্যেই নিজের জীবন সম্পর্কে আপডেট দেন। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের 'সানকিসড' ছবি শেয়ার করেন সুহানা।
ছবিতে সৌন্দর্য্য ঝরে পড়ছে সুহানার। মুখে লাগছে হালকা সূর্যের আলো। গোটা সময়টা বেশ উপভোগ করছেন সুহানা। ঠোঁকে মানানসই গোলাপী লিপস্টিক, পরনে সামান্য গয়না। সোমবারই নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই দুটি ছবি পোস্ট করে সুহানা খান লেখেন, 'বিরক্ত করবেন না। (Do not disturb)' সুহানা ছবিটি আপলোড করার পরেই তাঁর 'গার্ল গ্যাং'-এর বন্ধুরা খুশি কপূর, শানায়া কপূর এবং অনন্যা পাণ্ডে কমেন্টে ভালবাসা জানিয়েছেন।
View this post on Instagram
কেউ শুধু হার্ট ইমোজি দিয়ে ভালবাসা জানান তো কেউ লেখেন 'গ্লো করছ'। কমেন্টে প্রশংসা করেছেন মহীপ কপূর, ভাবনা পাণ্ডে ও সীমা খান প্রমুখ যাঁরা গৌরী খানের বন্ধু।
আরও পড়ুন: Alia Bhatt Update: PETA-র 'পার্সন অফ দ্য ইয়ার' হলেন আলিয়া ভট্ট
ইনস্টাগ্রামে সক্রিয় থাকলেও সাম্প্রতিককালে একাধিক কারণে সোশ্যাল মিডিয়া থেকে সাধারণত দূরেই থাকে 'খান পরিবার'। প্রায় ১ মাস পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন সুহানা। তাঁর শেষ পোস্টটি ছিল নিউ ইয়র্ক সিটির একটি কালো এবং সাদা ছবি। সেখানে পড়াশোনা শেষ করে সেই জায়গাটিকে বিদায় জানিয়ে পোস্ট করেন।
সুহানা শীঘ্রই বলিউডে আত্মপ্রকাশ করবে কারণ তিনি এখন পড়াশোনা শেষ করে ফেলেছেন। সুহানা সবসময় তাঁর বাবার মতো একজন অভিনেতা হতে চেয়েছিলেন। অন্যদিকে, শাহরুখ খান বর্তমানে আগামী ছবি 'পাঠান'-এর শ্যুটিং করছেন যা ২০২২ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে অন্যতম।