Suhana Khan: দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন?
Suhana Khan Looklike: এবার দেখা পাওয়া গেল সুহানার 'হামসকল'-এর। হুবহু এক দেখতে। ছবি দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা।
![Suhana Khan: দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন? Suhana Khan meets her Pakistani lookalike on a Dubai trip, know in details Suhana Khan: দেখতে হুবহু একইরকম! শাহরুখ কন্যার 'হামসকল'কে দেখেছেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/17/71fa5c05aeac419e4d2d9e362d0193331663411933105214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানা খানের (Suhana Khan)। পরিচালক জোয়া আখতারের ছবি দিয়ে ডেবিও হতে চলেছে তাঁর। অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশের আগেই সুহানা খানের জনপ্রিয়তা নজরকাড়া। সোশ্যাল মিডিয়ায় বহু ফলোয়ার্স রয়েছে তাঁর। এবার দেখা পাওয়া গেল সুহানার 'হামসকল'-এর। হুবহু এক দেখতে। ছবি দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা।
সুহানা খানের 'হামসকল'!
বর্তমানে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন গৌরী খান, সুহানা খান, মাহিপ কপূর, সনয়া কপূর এবং তাঁদের বন্ধুরা। সেখানেই সুহানার সঙ্গে দেখা হয়ে গেল তাঁর 'হামসকল' বরিহার সঙ্গে। জানা গিয়েছে শাহরুখ কন্যার মতো দেখতে বরিহা আসলে পাকিস্তানের বাসিন্দা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বরিহা সুহানার সঙ্গে ছবি পোস্ট করেছেন। দুজনকে পাশাপাশি দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের। এ তো পুরো যেন এক!
আরও পড়ুন - Brahmastra Box Office Collection: বক্স অফিস কালেকশনে 'সূর্যবংশী'কে কি টেক্কা দিতে পারবে 'ব্রহ্মাস্ত্র'?
প্রসঙ্গত, জোয়া আখতারের ছবি 'দ্য আর্চিস' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হতে চলেছে সুহানা খানের। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে আরও দুই স্টার কিডকে। একজন শ্রীদেবী ও বনি কপূরের ছোট মেয়ে খুশি কপূর। অন্যজন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য। এছাড়া মিহির আহুজা, ডট, বেদাঙ্গ রায়না ও যুবরাজ মেন্ডা রয়েছেন ছবিতে। 'আর্চি কমিক্স'-এর ভারতীয় সংস্করণ হিসেবে তৈরি হবে এই ছবি। ভেরোনিকার চরিত্রে দেখা যাবে সুহানাকে। এর আগে সোশ্যাল মিডিয়ায় 'দ্য আর্চিস' ছবির টিজার শেয়ার করে নিয়েছিলেন গৌরী। লিখেছিলেন, 'শুভেচ্ছা। টিম 'দ্য আর্চিস' কে অনেক অনেক শুভেচ্ছা।' এর আগে বলিউড বাদশা শাহরুখ খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য আর্চিস' ছবির টিজার এবং পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন বেশ কিছু কথা। মেয়ের প্রশংসা করার পাশাপাশি তাঁকে অভিনেতা হিসেবে অনেক বেশি দয়ালু হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন কিং খান।
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'দ্য আর্চিস' ছবির টিজার। বেশ প্রশংসিতও হয়েছে। বিশেষত সিনেমার কাস্টিং নজর কেড়েছে। তবে নেপোটিজমের বিতর্কও ফের উস্কে দিয়েছে এই ছবি। সম্প্রতি সিনেমার সেট থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। সেখানে সুহানার দাদা আরিয়ান খানকেও (Aryan Khan) দেখা গেছে। তামিলনাড়ুর উটি হিল স্টেশনে ছবির শ্যুটিং চলছে। সুহানা খানের ফ্যান ক্লাবের থেকে একাধিক ছবি পোস্ট করা হয়েছে। একটি বাচ্চা মেয়ের সঙ্গে পোজ দিতে দেখা যায় তাঁদের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)