Shah Rukh Khan: 'ছোটবেলায় ঘুমের সময় তুমি যে গল্প শোনাতে..', জাতীয় পুরস্কার পাওয়ার পরে শাহরুখকে নিয়ে আবেগপ্রবণ কন্যা সুহানা
Suhana Khan on Shah Rukh Khan: সোশ্যাল মিডিয়ায় একটু মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন সুহানা। ছবিটি একটি সাদা কালো ছবি। সেখানে দেখা যাচ্ছে, অল্প বয়সী শাহরুখ কোলে নিয়ে রয়েছেন সুহানা খানকে

কলকাতা: ৩৩ বছরের অপেক্ষার অবসান। অবশেষে জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এর আগে, অগণিত ছবির জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। দর্শকদের ভালবাসা পেয়েছিলেন। তবে কখনও ঘরে আসেনি জাতীয় পুরস্কার। অবশেষে, 'জওয়ান' (Jawan) সিনেমার জন্য জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় একটি মন ছোঁয়া বার্তা শেয়ার করে নিয়েছেন কিং খান (King Khan)। আর সোশ্যাল মিডিয়ায় বাবার জন্য শুভেচ্ছাবার্তা শেয়ার করে নিয়েছেন সুহানা খান (Suhana Khan)। ছোটবেলার একটি ছবি শেয়ার করে নিয়েছেন সুহানা। সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট সুহানাকে কোলে নিয়ে রয়েছেন শাহরুখ খান। শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী গৌরী খান ও।
সুহানার শুভেচ্ছা
সোশ্যাল মিডিয়ায় একটু মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন সুহানা। ছবিটি একটি সাদা কালো ছবি। সেখানে দেখা যাচ্ছে, অল্প বয়সী শাহরুখ কোলে নিয়ে রয়েছেন সুহানা খানকে। সুহানা লিখেছেন, 'রাতে ঘুমের আগে শোনানো গল্প থেকে শুরু করে, এমন কিছু গল্প যেটা সমাজে ছাপ রেখে যায়। তোমার থেকে ভাল গল্প আর কেউ বলে না। শুভেচ্ছা.. তোমায় সবচেয়ে বেশি ভালবাসি।' সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানকে। সোশ্যাল মিডিয়ায় গৌরী খান ও শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন। কর্ণ জোহর ও একটি লম্বা বার্তা লিখে শাহরুখ আর রানি-কে শুভেচ্ছা জানিয়েছেন। এবার জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। অন্যদিকে সেরা অভিনেত্রীর পালক উঠেছে রানি মুখোপাধ্যায়ের মুকুটে।
View this post on Instagram
জাতীয় পুরস্কার পাওয়ার পরে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে শাহরুখ বলেছিলেন, 'নমস্কার, আদাব। এটা বলার প্রয়োজন নেই যে আমি ধন্য, আপ্লুত এবং গর্বিত। জাতীয় পুরস্কার পাওয়ার মুহূর্তটা আমি চিরকালের জন্য উপভোগ করব। জুরি, চেয়ারম্যান, সমস্ত বিচারক আর সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানাব, যাঁরা মনে করেছেন, আমি এই সম্মানটার যোগ্য। বিশেষ করে ২০২৩ সালে আমি যে সমস্ত পরিচালক ও লেখকের সঙ্গে কাজ করেছি, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ রাজু স্যার, ধন্যবাদ সিড আর বিশেষ করে অ্যাটলি স্যার আর তাঁর টিমকে ধন্যবাদ আমায় 'জওয়ান' (Jawan) ছবিটায় সুযোগ করে দেওয়ার জন্য। আমার ওপর বিশ্বাস রাখা যে আমি এই অভিনয়টা করতে পারব। অ্যাটলি স্যার.. আপনি যেমন বলেন.. মাস..। আমার টিম এবং ম্যানেজমেন্টকেও ধন্যবাদ যাঁরা প্রতিনিয়ত আমার সঙ্গে কাজ করেন। তাঁরা আমায় সহ্য করেন। আমার অধৈর্য্য স্বভাব, আমার যা যা খামতি, সব সহ্য করেও তাঁরা সম্পূর্ণ মন আমার ওপরেই রাখেন আর আমি যেমন, তার থেকে অনেক বেশি সুন্দরভাবে আমায় দর্শকদের সামনে তুলে ধরেন। এই ভিডিওর ক্ষেত্রেও। ভালবাসা ছাড়া, এই পুরস্কার পাওয়া সম্ভব চিল না। আমার জন্য যে যা যা করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
View this post on Instagram






















