Bengali Serial: শাড়ির সুতোয় স্বপ্ন বোনার গল্প, সুকন্যা, সুস্মিতা ও ইন্দ্রনীল ফিরছেন নতুন গল্প নিয়ে
Solok- Saari: সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয় সম্পর্ক। স্বার্থকের সঙ্গে গড়ে ওঠে শোলকের প্রেমের সম্পর্ক

কলকাতা: এই গল্প যেন স্বপ্নপূরণের গল্প। কারও ছায়া থেকে বেরিয়ে এসে নিজের পরিচয় বানানোর গল্প। সান বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'শোলক-সারি'। আর এই গল্পেই দেখা যাবে সুকন্যা চক্রবর্তী, সুস্মিতা অধিকারী ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে। এই ধারাবাহিকের গল্প জুড়ে দেখা যাবে দুই বোনের স্বপ্নপূরণের গল্প। ১০ ফেব্রুয়ারি থেকে সান বাংলায় সম্প্রচারিত হতে চলেছে এই শো, 'শোলক-সারি'।
এই গল্পের শুরু হয় শোলককে নিয়ে। শোলক একজন খুব দক্ষ তাঁতি। পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে থাকে সে। সেখানেই তৈরি করে সুন্দর সুন্দর সব শাড়ি। তার প্রত্যেকটা শাড়িতেই থাকে নিজস্বতার ছোঁয়া। আর এই শাড়ি বোনার কাজে শোলককে সঙ্গ দেয় বোন সারি। সেও খুব সুন্দর কাপড় বোনে। দুই বোন মিলে সুন্দর সুন্দর কাপড় তৈরি করে ও তা বিক্রি করে 'পার ইন্ডাস্ট্রি'-তে। এই ব্যবসার শুরু থেকেই শোলক আর সারি পাড় ইন্ডাস্ট্রিতে শাড়ি বিক্রি করে আসছে। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন শোলক আর শাড়ি এই পার ইন্ডাস্টির ছত্রছায়া থেকে বেরিয়ে নিজেদের একটা পরিচয় তৈরি করতে চায় তারা।
গ্রামের একটি মেলায় শোলক আর সারি দোকান দেয় তাদের শাড়ির। আশা, সেই দোকানের শাড়ি কিনেই ধীরে ধীরে ছড়িয়ে পড়বে তাদের নতুন দোকানের নাম ডাক। কিন্তু এখানে বাধ সাধে আঁচল। কে এই আঁচল? এই আঁচলই হল 'পার ইন্ডাস্ট্রি'-র মালিক। সে আগুন লাগিয়ে দেয় শোলক আর সারির দোকানে। সমস্ত কাপড় জ্বলে যায় দাউ দাউ করে। সেই আগুন নেভাতে গিয়ে যখন শোলক আর সারি বিপর্যস্ত, তখন তাদের পাশে এসে দাঁড়ায় স্বার্থক। এই স্বার্থক হল 'পার ইন্ডাস্ট্রি'-র মালিক আঁচলের দাদা।
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয় সম্পর্ক। স্বার্থকের সঙ্গে গড়ে ওঠে শোলকের প্রেমের সম্পর্ক। সবাই অজান্তেই গড়ে ওঠে এই সম্পর্ক। একটা সময়ে শোলক স্বার্থককে বিবাহ করে মুখোপাধ্যায় পরিবারে আসে। আঁচল কী পারবে শোলককে মেনে নিতে? নাকি সেখানেও শুরু হবে সম্পর্কের সমস্যা, সেই গল্পই বলবে নতুন ধারাবাহিক শোলক সারি। সন্ধে সাড়ে সাতটার টাইমস্লটে এই শো দেখা যাবে বলে চ্যানেলের তরফ থেকে জানানো হয়েছে।
View this post on Instagram






















