Govinda-Sunita Ahuja: 'ওই মেয়েটা গোবিন্দকে ভালবাসে না, শুধু টাকা চায়'.. স্বামীর পরকীয়ার গুঞ্জন অবশেষে মেনে নিলেন সুনীতা!
Sunita Ahuja on Govinda: গণেশ চতুর্থীর সময় অবশ্য যাবতীয় গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন সুনীতা। গোবিন্দকে পাশে নিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর ও গোবিন্দর সম্পর্ক কিছুতেই ভাঙার নয়।

কলকাতা: কার্যত গোটা বছর ধরে বলিউড তারকা গোবিন্দ (Govinda) আর তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja) -র সম্পর্ক রইল চর্চায়। প্রথম এই চর্চা তখন শুরু হয়েছিল, যখন জানা গিয়েছিল, গোবিন্দ তাঁর দীর্ঘ দাম্পত্য শেষ করতে চলেছেন। বিচ্ছেদ নিতে চলেছেন সুনীতার সঙ্গে। তার কিছুদিন পরেই জানা যায়, গোবিন্দ নয় বিচ্ছেদের জন্য মামলা দায়ের করেছিলেন সুনীতাই। তবে এরপরে অবশ্য সুনীতা একেবারে উল্টোপথে হেঁটে, সংবাদমাধ্যমের সামনে বারে বারেই বলেছেন যে, তাঁর আর গোবিন্দর সম্পর্ক কখনোই ভাঙতে পারে না। এমনকি গোবিন্দের নামে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের চর্চা ছিল, তাও যে সুনীতা বিশ্বাস করেন না , সেটাও সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন স্পষ্ট করে। তবে এই প্রথম একটি সাক্ষাৎকারে সুনীতা স্বীকার করে নিলেন, সত্যিই বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন গোবিন্দ। পাশাপাশি তিনি স্বীকার করে নিলেন, ২০২৫ বছরটা তাঁর একেবারেই ভাল কাটেনি।
সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে গোবিন্দের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রসঙ্গে সুনীতা বলেন, 'আমার মনে হয় ২০২৫ আমার জীবনের অন্যতম খারাপ একটা বছর কারণ গোটা বছরেই আমি গোবিন্দের বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন শুনতে শুনতে কেটেছে। তবে আমি জানি, ওই মহিলা কোনও অভিনেত্রী নন। অভিনেত্রীরা সচরাচর এমন খারাপ কাজ করেন না। আমি জানি ওই মেয়েটা গোবিন্দকে মোটেই ভালবাসে না। ও শুধু গোবিন্দের টাকা চায়।'
এখানেই শেষ নয়, সুনীতা আরও বলেন, 'আমি আশা করছি, ২০২৬-এ আমার জীবনটা বদলে যাবে। আমি চাই গোবিন্দের নামে যা যা গুঞ্জন উঠেছে, ও নিজে সেই সমস্ত থামিয়ে দিক। আমি শুধু একটা সুখী পরিবার চাই। আমি চাই গোবিন্দ বুঝুক, ওর জীবনে গুরুত্বপূর্ণ নারী মাত্র ৩ জন। ওর মা, ওর স্ত্রী আর ওর মেয়ে। এর বাইরে আর কেউ নয়। এটা শুধু গোবিন্দ নয়, প্রত্যেকটা পুরুষের জন্যই প্রযোজ্য। আমি চাইব গোবিন্দ কাজে মন দিক, কাজের জন্যই ওর সবকিছু।'
গণেশ চতুর্থীর সময় অবশ্য যাবতীয় গুঞ্জন থামিয়ে দিয়েছিলেন সুনীতা। গোবিন্দকে পাশে নিয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর ও গোবিন্দর সম্পর্ক কিছুতেই ভাঙার নয়। এমনকি করবা চৌথের সময় সুনীতা গলা ভরা সোনার হারের ছবি দিয়ে জানিয়েছিলেন, এই হার গোবিন্দই তাঁকে উপহার দিয়েছে। তবে বছর শেষে সুনীতা স্বীকার করে নিলেন.. তাঁর আর গোবিন্দর সম্পর্কে সত্যিই ভাঙন ধরেছে।






















