Govinda-Ssunita: করবা চৌথে গলা ভরা সোনার হার উপহার পেলেন গোবিন্দের থেকে, সুনীতা যেন প্রমাণ দিলেন, 'ভালবাসা জারি আছে'
Govinda-Ssunita Ahuja: সদ্যই চর্চায় ছিল গোবিন্দ আর সুনীতার সম্পর্ক। শোনা যাচ্ছিল, দীর্ঘ দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন সুনীতা আর গোবিন্দ

কলকাতা: আজ করবা চৌথ (Karwa Chauth)। গোটা দেশে, এই দিনটায় স্ত্রীয়েরা উপোস করে থাকেন, চাঁদ দেখে তারপরেই উপবাস ভাঙেন স্বামীর হাতে। বিশেষ এই দিনটায় সবারই নজর থাকে বলিউডের দিকে। বিশেষ দিনে বিবাহিত নায়িকারা হাতে মেহেন্দি করেন। মেহেন্দিতে লিখে নেন তাঁদের স্বামীর নাম। এই দিনেই, সোশ্যাল মিডিয়া ভরে যায় তারকা দম্পতিদের পোস্টে। প্রত্যেকেই বিশেষ দিনটি পালন করেন ভালবাসার মানুষদের সঙ্গেই। তবে আজ, অন্য সমস্ত নায়িকাদের থেকেও আগে যিনি হয়ে উঠলেন 'করবা চৌথ' চর্চা, তিনি আর কেউ নন, গোবিন্দ (Govinda) পত্নী সুনীতা আহুজা (Ssunita Ahuja)।
কিন্তু কেন? কারণ সদ্যই চর্চায় ছিল গোবিন্দ আর সুনীতার সম্পর্ক। শোনা যাচ্ছিল, দীর্ঘ দাম্পত্যে নাকি ইতি টানতে চলেছেন সুনীতা আর গোবিন্দ। প্রথমে সুনীতাই গোবিন্দর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন। জানা গিয়েছিল, গোবিন্দ আর তিনি নাকি একসঙ্গে থাকছেন না। পরে জানা যায়, শুধু অভিযোগ নয়, ইতিমধ্যেই নাকি বিচ্ছেদের মামলা পর্যন্ত দায়ের করে ফেলেছেন সুনীতা। আর এই ঘটনা যে একেবারে সদ্য সদ্য ঘটেছে, তা নয়। বিচ্ছেদের মামলা দায়ের হয়ে গিয়েছে মাস ৬-এর ও বেশি আগে। আদালতে রীতিমতো মামলা চলছে বলেই জানা গিয়েছিল।
তবে এই খবর প্রকাশ্যে আসতেই, তড়িঘড়ি সুনীতা ও গোবিন্দার আইনজীবী বিবৃতি দিয়ে জানান, কিছু সমস্যা তৈরি হয়েছিল বটে, তবে বিষয়টি মিটে গিয়েছে। এখনও একসঙ্গেই রয়েছেন সুনীতা আর গোবিন্দ। এরপরে অবশ্য সুনীতা একাধিক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে দাবি করেছেন, তাঁর আর গোবিন্দের সম্পর্ক ৭ জন্মের। এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। এরপরে গোবিন্দ আর সুনীতাকে একসঙ্গে গণেশ চতুর্থী পর্যন্ত উদযাপন করতে দেখা গিয়েছিল। তখনই যেন বোঝা গিয়েছিল, সমস্যা থাকলেও, সত্যিই গোবিন্দ আর সুনীতার মধ্যে সবকিছু এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আর করবা চৌথের দিন যেন আরও একবার তার প্রমাণই পাওয়া গেল।
আজ সোশ্যাল মিডিয়ায় ২টি ছবি পোস্ট করে নিয়েছেন সুনীতা। ছবি ২টি তাঁর নিজের। তবে ছবি নয়, নজর কাড়ছে সুনীতার গলা ভরা সোনার হার। একটি বিশাল সোনার হার গলায় পরেছেন সুনীতা। সেই সোনার হার এতটাই ভারি যে কার্যত তাঁর পোশাক ও দেখা যাচ্ছে না। গোটাটাই ঢেকে রয়েছে সোনায়। সুনীতা জানিয়েছেন, এই হারটি গোবিন্দ তাঁকে করবা চৌথের উপহার হিসেবে দিয়েছেন। এই পোস্ট করে কি সুনীতা ফের একবার বোঝাতে চাইলেন যে তাঁর আর গোবিন্দের মধ্যে আদৌ কোনও সমস্যাই নেই?
View this post on Instagram






















