Dharmendra News: বাবা ভেন্টিলেশনে, জানতেনই না প্রথমে! খবর পেয়েই হাসপাতালে ছুটলেন ধর্মেন্দ্র-পুত্র সানি দেওল
Sunny Deol and Dharmendra: সংবাদমাধ্যম যখন সানি দেওলকে প্রশ্ন করেন ধর্মেন্দ্রর স্বাস্থ্যের কথা নিয়ে, তখন সানি দেওল বলেছিলেন, স্থিতিশীল রয়েছেন ধর্মেন্দ্র।

কলকাতা: এর আগে, বাবার ভেন্টিলেশনে থাকার খবর উড়িয়ে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, 'বাবাকে নিয়ে ভুয়ো খবর রটছে, বাবার গুরুতর কিছু সমস্যা হলে, তাঁদের গোটা পরিবার হাসপাতালেই থাকতেন।' তবে কিছুটা সময় গড়াতেই খবর পেয়ে নিজেই হাসপাতালে পৌঁছলেন অভিনেতা সানি দেওল (Sunny Deol)। গুরুতর অবস্থায় হাসপাতালের ভেন্টিলেশনে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। তবে আজ নয়, গত প্রায় ১ সপ্তাহ থেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে আজ বিকেলে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
এর আগে, সংবাদমাধ্যম যখন সানি দেওলকে প্রশ্ন করেন ধর্মেন্দ্রর স্বাস্থ্যের কথা নিয়ে, তখন সানি দেওল বলেছিলেন, স্থিতিশীল রয়েছেন ধর্মেন্দ্র। তাঁর খুব বেশি গুরুতর সমস্যা হলে, গোটা পরিবারই হাসপাতালে থাকতেন। তবে ধর্মেন্দ্রর হাসপাতালের ভেন্টিলেশনে থাকার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছন হেমা মালিনী। এরপরে হাসপাতাল থেকে বেরিয়ে হেমা মালিনী জানান, ধর্মেন্দ্রকে নিয়ে কোনও গুজন ছড়ানো উচিত নয়। তিনি ভেন্টিলেশনে থাকলেও স্থিতিশীল রয়েছেন। হেমা মালিনী বলেন, 'আমরা সবাই চাই, ধর্মেন্দ্র খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।'
এরপরে, আজ সন্ধেবেলা দেখা যায়, একটি গাড়ি করে হাসপাতালে আসেন সানি দেওল। গাড়ির সামনের সিটে বসেছিলেন তিনি। মুখে ঢাকা দিয়ে, গাড়িতে করে হাসপাতালে ঢুকে যান তিনি গাড়ি করে। স্বভাবতই, বাবাকে নিয়ে চিন্তায় রয়েছেন সানি দেওল। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে চাননি সানি দেওল। সঙ্গে ছিলেন, সানি দেওল পুত্র কর্ণ দেওল। অন্যদিকে, হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় পাপারাৎজিদের হেমা মালিনী জানিয়ে যান, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। চিন্তার কোনও কারণ ঘটেনি।
শোনা যায়, এর আগে, নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ধর্মেন্দ্র। বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। সেই কারণেই বর্ষীয়ান অভিনেতা জানিয়েছিলেন, রোজ রোজ হাসপাতালে যাওয়ার চেয়ে, একেবারে হাসপাতালে ভর্তি হয়ে কিছু পরীক্ষা করিয়ে নেওয়া ভাল। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চলছিল সেই মতো চিকিৎসাও। কিন্তু রবিবার রাতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। সেই কারণে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
#WATCH | Maharashtra: Actor Sunny Deol arrives at Breach Candy Hospital in Mumbai, where his father and veteran actor Dharmendra is admitted. pic.twitter.com/ho02OrsNXV
— ANI (@ANI) November 10, 2025























