Box Office Collection: সানির 'গদর ২' ও রজনীকান্তের 'জেলার' সহজেই ছাপিয়ে যাবে 'রকি অউর রানি'র আয়ের অঙ্ক, মত অ্যানালিস্টদের
Rocky Aur Rani Kii Prem Kahaani: ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট কর্ণ তৌরানি সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'রণবীর-আলিয়ার 'রকি অউর রানি' প্রচণ্ডভাবে একটি বলিউড ছবি...'।
নয়াদিল্লি: রণবীর সিংহ (Ranveer Singh) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। ১০ দিনের শেষে ট্রেড অ্যানালিস্টদের (trade analyst) প্রাথমিক হিসেব বলছে দেশের মাটিতেই এই ছবি ১০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলেছে। ৯ দিনের শেষে এই ছবি মোট আয় করেছে ৯২ কোটি টাকা। নিঃসন্দেহে বলিউডের জন্য সুখবর। কিন্তু সমীক্ষা বলছে কর্ণ জোহরের ছবির এই সাফল্য বেশিদিন নাও টিকতে পারে, কারণ মনে করা হচ্ছে ১২০ থেকে ১৩০ কোটির বেশি আয় করতে পারবে না ছবিটি!
বেশিদিন স্থায়ী হবে না 'রকি অউর রানি'র সাফল্য? কী বলছেন ট্রেড অ্যানালিস্টরা?
ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট কর্ণ তৌরানি সম্প্রতি সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'রণবীর-আলিয়ার 'রকি অউর রানি' প্রচণ্ডভাবে একটি বলিউড ছবি, এমন ছবি যা প্রায় প্রত্যেকেই কমবেশি দেখে ফেলেছে এবং সকলেই জানেন শেষ পর্যন্ত কী হতে চলেছে। ফলে এই সময় দাঁড়িয়ে ১০০ কোটির গণ্ডি ছোঁয়াটা আশা করা যায়, কিন্তু লাইফটাইম কালেকশনে ১২০ থেকে ১৩০ কোটির গণ্ডি পারের আশা করা হয়তো উচিত না।'
'পাঠান' ছবির মতো অন্যান্য বড় ছবির সঙ্গে এই সংখ্যার তুলনা কীভাবে হয়? তাঁর কথায়, 'এগুলি খুবই আলাদা ধরনের ছবি, এবং 'রকি অউর রানি' সেই ঘরানার ধারেকাছেও পড়ে না। এমনকী কোভিড পূর্ববর্তী সময়েও, এই ধরনের ছবি হয়তো খুব বেশি হলে ২৫০ কোটির থেকে খানিক বেশি আয় করত এবং এখন যে পরিমাণ আয় হয়েছে তাতে অবাক হওয়ার কিছু হয়নি।'
ভারতীয় বাজারে 'ওপেনহাইমার'-এর মতো বিদেশি ছবির সাফল্য কি বলিউড ঘরানার ছবির আয়ে প্রভাব ফেলতে পারে? অ্যানালিস্টের উত্তর, 'হ্যাঁ অবশ্যই। প্রায় ১০ থেকে ১৫ শতাংশের ওপর ক্ষতি হয়েছে কেবলমাত্র 'ওপেনহাইমার' ছবির জন্যই। এখন দর্শক ভিন্ন ধরনের কনটেন্ট বেশি দেখতে চান। 'ওপেনহাইমার' দর্শককে অন্য জিনিস দিতে পেরেছে, কিন্তু 'রকি অউর রানি' সেখানে টিপিক্যাল বলিউড ফিল্ম, তাই মানুষ জানেনই যে কী দেখা যেতে পারে।'
আসন্ন বিগ বাজেট ভারতীয় ছবি 'গদর ২' বা 'জেলার'ও কি এই ছবির আয়ে প্রভাব ফেলবে? ট্রেড অ্যানালিস্টের কথায়, 'এটাও একটা ফ্যাক্টর হতে চলেছে। 'ওপেনহাইমার' ও এই ধরনের হলিউড ছবির জন্য এমনিতেই বেশ ক্ষতি হয়েছে। তাছাড়া 'গদর ২' বা 'জেলার' খুব সহজেই এই আয়ের গণ্ডি পেরিয়ে যাবে কারণ অগাস্টে এই দুটো বড় ছবির অপেক্ষায় রয়েছেন দর্শক। 'রকি অউর রানি'র সামগ্রিক সাফল্য খুবই সাময়িক।'
আরও পড়ুন: 'The Vaccine War': 'দ্য ভ্যাক্সিন ওয়ার' ছবির ঝলক প্রকাশ করলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী
প্রসঙ্গত, যাঁরা বলিউড প্রেমী তাঁদের জন্য পারফেক্ট ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। কারণ এতে বলিউড ছবির সমস্ত উপাদান রয়েছে। রোম্যান্স, মশলা, ক্লাসিক হিন্দি ছবির ছোঁয়া, সবটাই যথাযথ। ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন