করোনা পজিটিভ অভিনেতা-সাংসদ সানি দেওল, ট্যুইট করে লিখলেন "ভাল আছি..."
সিনে জগতে করোনা সংক্রমণ অনেক আগেই আঘাত হেনেছে, দেখে নিন সেই তালিকা...
নয়াদিল্লি: করোনা পজিটিভ সানি দেওল। বুধবার, বলিউড অভিনেতা তথা বিজেপি সাংসদ নিজেই জানিয়েছেন এই কথা। ট্য়ুইটারে গুরদাসপুরের সাংসদ বলেন, আমি ভাল আছি। আমি করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আইসোলেশনে আছি, তবে ভাল আছি। ঘায়ল-খ্যাত অভিনেতার পরামর্শ, যাঁরা বিগত কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিজেদের কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেন। কয়েকদিন আগেই সানি ঘোষণা করেছিলেন, শীঘ্রই বাবা ধর্মেন্দ্র, ভাই ববি, ছেলে কর্ণের সঙ্গে তিনি আপনে ছবির সিক্যোয়েল তৈরি করবেন।
গতমাসে করোনা আক্রান্ত হয়েছিলেন চিরঞ্জীবী। দক্ষিণী সিনেমার এই মেগাস্টার নিজেই সোশ্যাল মিডিয়ায় যে খবর জানিয়েছেন। কোনও উপসর্গ বা অসুবিধা না থাকলেও পজিটিভ হওয়ায় হোম কোয়ারান্টাইনে ছিলেন চিরঞ্জীবী।
বলিউডে করোনা সংক্রমণ অনেক আগেই আঘাত হেনেছে। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জেনেলিয়া ডিসুজা, অর্জুন কাপুরের মতো একাধিক অভিনেতা এর আগে করোনার সংক্রমণে পড়েছিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা কিরণ কুমার। সপরিবারে করোনা-আক্রান্ত অভিনেতা পূরব কোহলি।
বাংলা চলচ্চিত্র জগতেও হানা দেয় করোনা। প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় প্রথমদিকে আক্রান্ত হয়েছিলেন। যদিও, তিনি করোনামুক্ত হন। বাংলা টেলি অভিনেতা নীল ভট্টাচার্য করোনায় আক্রান্ত হন।
টালিগঞ্জের স্টুডিওপাড়াতে আক্রান্ত সিরিয়ালের প্রধান শিল্পী, মেক-আপ শিল্পীসহ অন্তত ১৪ জন। আক্রান্তদের অধিকাংশ উপসর্গহীন ছিল। আতঙ্কিত অনেকেই।
করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।