Sunny Leone: সানি লিওনির বিরুদ্ধে ২০১৯ সালে ফৌজিদারি মামলায় স্থগিতাদেশ কেরল হাইকোর্টের
Sunny Leone News: সানি লিওনি, তাঁর স্বামী ও তাদের এক কর্মীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল ২০১৯ সালে। অভিযোগ, ২০১৯ সালে কচিতে একটি প্রেমদিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল
![Sunny Leone: সানি লিওনির বিরুদ্ধে ২০১৯ সালে ফৌজিদারি মামলায় স্থগিতাদেশ কেরল হাইকোর্টের Sunny Leone: Kerala HC stays criminal proceedings against Sunny Leone in 2019 cheating case Sunny Leone: সানি লিওনির বিরুদ্ধে ২০১৯ সালে ফৌজিদারি মামলায় স্থগিতাদেশ কেরল হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/16/650e9afa3ca2f4f126fc36f296f3117b166858288805549_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সানি লিওনির বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগের মামলায় স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট। সানি লিওনি (Sunny Leone) ওরফে কর্ণজিৎ কৌর বোহরা (Karanjit Kaur Vohra) ও তাঁর স্বামী ড্যানিয়েল (Daniel Weber) ওয়েবারের বিরুদ্ধে ২০১৯ সালের একটি মামলায় স্থগিতাদেশ ছিল কোর্ট। ২০১৯ সালে এই ফৌজিদারি মামলা দায়ের করা হয়েছিল।
সানি লিওনি, তাঁর স্বামী ও তাদের এক কর্মীর বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল ২০১৯ সালে। অভিযোগ, ২০১৯ সালে কচিতে একটি প্রেমদিবসের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির থাকার কথা ছিল সানি লিওনি-এর। হাজির থাকার জন্য আগেভাগেই ২৯ লাখ টাকা নিয়েছিলেন সানি লিওনি। কিন্তু কথার খেলাপ করেন সানি। সেই অনুষ্ঠানে যাননি তিনি। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে ওই সংস্থা।
আরও পড়ুন: Shruti Das: গৌরবের সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিক নিয়ে আসছেন শ্রুতি
সানি লিওনির তরফ থেকে অবশ্য অন্য অভিযোগ করা হয়েছে। জানানো হয়েছে, বার বার ওই অনুষ্ঠানের দিন বদল হয়েছিল। উদ্যোক্তারা সানি লিওনিকে সঠিক দিন জানাননি। ২ বার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েও ফিরে আসেন সানি লিওনি। এমনকি ওই অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফ থেকে এখনও ১২ লাখ টাকা তিনি পান বলে দাবি সানির।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)