এক্সপ্লোর
Advertisement
'পর্নস্টারদের অবসরের পর নিশ্চিন্ত ঠিকানা বলিউড'-ট্রোলের জবাবে কী বললেন সানি, শুনুন!
একাধিক ট্রোলের জবাব দিলেন সানি লিওন, একেবারে শান্ত মাথায়।
মুম্বই: সানি লিওন। তাঁর সম্পর্কে জানার আগ্রহে ভাটা পড়ে না আম জনতার। আবার তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় 'ট্রোলিং'-এরও অন্ত নেই। কিন্তু এসবকিছুই সাবলীল ভাবে সামলান সানি। আরবাজ খানের খানের শো 'কুইক হিল পিঞ্চ' এ সম্প্রতি হাজির ছিলেন তিনি। সেখানেই কথা হয় নেটিজেনদের নিন্দে-মন্দ করা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একজন কমেন্ট করেছেন, 'একজন পর্নস্টারের অবসরগ্রহণের পরিকল্পনা হল ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি।' এই কমেন্টে সানির সোজাসাপটা জবাব, 'আমার অবসরগ্রহণের পরিকল্পনাটা বেশ ভাল...যতক্ষণ না পর্যন্ত আমি কোনও কাজই করছি না...আমি প্রতিদিন কাজ করছি।
মাত্র ১৯ বছর বয়সে অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন সানি। 'বিগ বস' এ অংশগ্রহণের পর ২০১২য় 'জিসম টু' এ অভিনয় করেন তিনি। তারপর থেকে বেশ কিছু বলিউডি ছবিতে দেখা গেছে তাঁকে। তাছাড়াও নানা কারণে সবসময়ই লাইমলাইটে থাকেন সানি।
আরেকটি ট্রোলে সানিকে বলা হয়েছে, 'সানি মনে করেছিলেন পর্ন ছবিকে নিষিদ্ধ করা হবে।তাই ঠিক সময়ে বিকল্প কেরিয়ার বেছে নিয়েছেন।'
এর উত্তরও সানি দিয়েছেন ঠান্ডা মাথায়। বলেছেন, 'প্রত্যেকেই নিজের জীবনের জন্য সেরা সিদ্ধান্তটি নিয়ে থাকেন। আমার সিদ্ধান্তও আমার জন্য একেবারে ঠিক ছিল। আমি সেখান থেকে এগিয়ে গেছি কিনা? অবশ্যই!'
এরপরে আরও একটি কুৎসিত ট্রোলের জবাবও দিয়েছেন মোক্ষম ভাবে। সেই ট্রোলে বলা হয়েছে,"সানি লিওন নিশ্চয়ই তাঁর ছেলে-মেয়েদের ফ্যামিলি বিজনেসে আসতে বলবেন না!"
এর জবাবে সানি বলেন, ওরা যদি ভারতীয় সিনেমায় কাজ করতে চায়. তাহলে তা খুবই ভাল ব্যাপার। তাছাড়া আমার মেয়ে যদি আমার কসমেটিক বিজনেসে আসতে চায়, তাহলে দারুণ হয়।"
সম্প্রতি "স্টার স্ট্রাক" নামে একটি কসমেটিক ব্র্যান্ড লঞ্চ করেছেন সানি।
শুনে নিন আরবাজের সঙ্গে সানির সেই আলাপচারিতার ভিডিও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement