অহংকার নেই, প্রয়োজনে শ্যুটিং সেটে চা দিতেও পারি: সানি লিওন
স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ছবি প্রযোজনা করছেন ৩৮ বছরের সানি।
নয়াদিল্লি: নীল ছবির নায়িকা। সেখান থেকে ভারতের এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হওয়া এবং সেখান থেকে পরিচালক মহেশ ভট্টের হাত ধরে বলিউডে পা। এরপর একের পর এক ছবিতে সুযোগ পাওয়া এবং বাজার সফল হওয়া। ডাক পান শাহরুখ খানের সঙ্গে কাজ করারও। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে ২০টি ছবি। অন্যদিকে একাধিক পণ্যের বিজ্ঞাপনেও সানি লিওন হয়ে উঠেছেন অবিসংবাদিত তারকা। এরই মধ্যে এবার প্রযোজনায় নামলেন রূপোলি পর্দার এই উজ্জ্বল তারকা।
স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে ছবি প্রযোজনা করছেন ৩৮ বছরের সানি।আর এই কাজে যে তিনি মাটিতে পা রেখেই চলবেন, তা পরিষ্কার করে দিলেন তিনি। কোনও অহংবোধ নিয়ে প্রযোজনা করবেন না সানি। বরং প্রয়োজনে শ্যুটিং সেটে চা দেওয়ার কাজ করতে হলেও কোনও রকম সঙ্কোচ করবেন না তিনি।
সলমন খান, শাহরুখ খান, আমির খানের মতো তারকারা বড় বাজেটের ছবি করেন। তাঁদের সঙ্গে প্রতিযোগিতা কঠিন। তবে প্রযোজনার চড়াই উতরাই নিজের মতো করে চেখে নিতে চান সানি। তাঁর প্রযোজনায় একটি ছবির কাজ চলছে। কাল্পনিক ওই ‘সাইকোলজিকাল থ্রিলার’ চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। আগামীতে একটি ‘অ্যাকশন’ এবং আরও একটি ‘ড্রামা’ নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন বলিউডের এই নতুন প্রযোজক।
সানির বক্তব্য, “মুনাফার দিকেই আমাদের বিশেষ নজর থাকে। আমার কাছে এই কাজটা সত্যিই উৎসাহের, কারণ আমি জানি কোথায় কোন কাজে কাকে প্রয়োজন এবং সেই মতো তাদের নিয়োগ করতে হবে। আমার কোনও অহংকার নেই। শ্যুটিং সেটে চা দিতে হলে আমি কোনও দ্বিধা করব না। যতক্ষণ না কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে, আমি সব মানুষকে একই চোখে দেখি। প্রযোজনা এবং শ্যুটিং চমৎকার অভিজ্ঞতা দেবে।”