'মতিচুর চকনাচুর' ছবির আইটেমে নওয়াজের নাচে অবাক সানি লিওন!
পরিচালক দেবমিত্র বিসওয়ালের পরিচালানায় ১৫ নভেম্বর মুক্তি পাবে ‘মতিচুর চকনাচুর’।
মুম্বই: নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং আথিয়া শেট্টির যুগবন্দি। পরিচালক দেবমিত্র বিসওয়ালের পরিচালানায় ১৫ নভেম্বর মুক্তি পাবে ‘মতিচুর চকনাচুর’। এই ছবিতেই একটি আইটেম নম্বরে দেখা যাবে সানি লিওনকে। আজ সেই আইটেম নম্বর প্রকাশিত হল। ইউটিউবে ইতিমধ্যেই লাখো মানুষের নজরে পড়েছে ‘মতিচুর চকনাচুর’ ছবির গান ‘বাত্তিয়া বুঝা দো’। রানি ও কালো রঙের পোশাকে অনুরাগীদের নজর কেড়েছেন সানি।
My “Mein bhul gayi” moment during the rehearsal of #BattiyanBhujhado with @Nawazuddin_S ???????? . The song is out now on @ZeeMusicCompany YT channel!! Watch it now! https://t.co/CZzfmOYiQL@MotichoorMovie @Viacom18Studios pic.twitter.com/oKt5v6rotH
— Sunny Leone (@SunnyLeone) October 24, 2019
এই আইটেম নিয়ে সানি লিওনের বক্তব্য, “প্রথমবার শোনার পর থেকেই এই সাউন্ডট্র্যাক আমার ভীষণ মনে ধরেছে। এই গান প্রতিটি পার্টির প্লেলিস্টে থাকবে। নওয়াজের সঙ্গে এই গানের শ্যুটিং করে আমি বেশ মজা পেয়েছি। এই অভিজ্ঞতা দারুণ ছিল।”
নওয়াজের সঙ্গে এই প্রথম স্ক্রিন শেয়ার করেছেন সানি লিওন। নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে সানি বলেন, নাচের সময় অফস্ক্রিন এবং অনস্ক্রিন যে একটা মানুষ এতোটা আনন্দদায়ক হতে পারে তা নওয়াজের সঙ্গে দেখা না হলে জানতেই পারতাম না। নওয়াজের নাচের স্কিল তাঁকে অবাক করেছে বলেও জানিয়েছেন সানি। দেখুন সেই গানের ঝলক-