এক্সপ্লোর
Advertisement
ঈশ্বর চাইলে রাজনীতিতে আসব, ৮ বছর পর ফ্যানদের সঙ্গে দেখা করে বললেন রজনীকান্ত
চেন্নাই: তাঁর কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্খা নেই। তবে ভগবান চাইলে এ ব্যাপারে ভাবনাচিন্তা করবেন। বললেন সুপারস্টার রজনীকান্ত। রজনী জানিয়েছেন, রাজনীতিতে এলেও তিনি সত্যের পথে চলবেন, যারা ভুল পথে টাকা করার চেষ্টা করে, তাদের কোনওভাবেই প্রশ্রয় দেবেন না।
৮ বছর পর ভক্তমণ্ডলীর সঙ্গে দেখা করলেন রজনী। চেন্নাইয়ে রাঘবেন্দ্র মণ্ডপমে হয় এই মুখোমুখি সাক্ষাৎ। জানা গিয়েছে, হাজারের কাছাকাছি থালাইভা ভক্ত তাঁদের পর্দার ঈশ্বরের সঙ্গে দেখা করেছেন আজ, আলাদা আলাদাভাবে ছবিও তুলেছেন তাঁর সঙ্গে।
Chennai: After a gap of eight years, actor Rajinikanth to meet his fans for four days, starting today. pic.twitter.com/rDRu3VEOTd
— ANI (@ANI_news) May 15, 2017
দক্ষিণী মানসে রজনীকান্তের আকাশচুম্বী প্রভাবের জন্য রাজনৈতিক দলগুলি তাঁকে পেতে বারবার সচেষ্ট হয়েছে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, জয়ললিতার মৃত্যুর পর টালমাটাল তামিল রাজনীতিকে স্বাভাবিক করতে বিজেপি তাঁকে রাজনীতিতে আনার চেষ্টা করে। কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসেননি রজনী।
আজ ফ্যানদের তিনি বলেছেন, জীবনে আমরা কে কী করব তা ঠিক করেন ভগবান। এখন তিনি আমাকে অভিনেতা হিসেবেই চাইছেন, সেই দায়িত্ব আমি পালন করব। যদি ভগবান চান, তবে কাল রাজনীতিতে আসব আমি। তবে তারপরেও আমি সত্যের পথে চলব, টাকা কামানোর ধান্ধায় ঘোরা লোকেদের সঙ্গে যোগাযোগ রাখব না।
১৯৯৬-এ তামিলনাড়ু বিধানসভা ভোটপ্রচারে রজনীকান্ত সরাসরি জয়ললিতার বিরোধিতা করেন। এর ফলে ভোটে হারেন জয়া। সেই ঘটনা উল্লেখ করে তা রাজনৈতিক দুর্ঘটনা ছিল বলে রজনী মন্তব্য করেছেন। কোনও রাজনৈতিক জোটের হয়ে প্রচারে নামা তাঁর উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement