এক্সপ্লোর
Advertisement
সুশান্তের মৃত্যুর ঘটনায় রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের পর অঙ্কিতার পোস্ট- ‘সত্যের জয় হয় ’
বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সুশান্তের প্রাক্তন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে।
মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন সুশান্তের প্রাক্তন গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে অঙ্কিতা লিখেছেন, ‘সত্যের জয় হয়’ (ট্রুথ উইনস)। এর বেশি আর কিছু লেখেননি অঙ্কিতা।
উল্লেখ্য,সুশান্তর বাবা কেকে সিংহ রিয়ার বিরুদ্ধে পটনার রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেছেন। তিনি রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করেছেন। এরপরই অঙ্কিতার এই পোস্ট। সে কারণেই এই পোস্টকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সুশান্তের আত্মহত্যাপ পর অঙ্কিতা তাঁর অনুভূতি ও মতামত লেখার পরিবর্তে ইমোজি ও প্রতীকের সাহায্য নিচ্ছিলেন। সুশান্তর শেষ সিনেমা দিল বেচারা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওযার পর তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘পবিত্র রিস্তা থেকে দিল বেচারা আরেকবার শেষবার’।
উল্লেখ্য, পবিত্র রিস্তা ছিল সুশান্তর প্রথম টেলিভিশন শো। এর মাধ্যমেই তিনি পরিচিত মুখ হয়ে উঠছিলেন। আর দিল বেচারা ছিল তাঁর শেষ ছবি।
কয়েকদিন আগে অঙ্কিতা গনেশ, যীশু খ্রিস্ট ও মাদার মেরি ও একটি প্রদীপের ছবি শেয়ার করেছিলেন। এই ছবি ছিল তাঁর বাড়ির ভেতরের। ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আশা, প্রার্থনা ও শক্তি! যেখানেই থাকো, হাসি মুখে থাক’।
সুশান্তর মৃত্যুর এক মাস পর একটি প্রদীপের ছবি শেয়ার করে অঙ্কিতা লিখেছিলেন, ‘ঈশ্বরের পুত্র’।
উল্লেখ্য, সুশান্তর আত্মহত্যার ঘটনা নিয়ে পটনা সিটি এসপি বিনয় তিওয়ারি মন্তব্য সামনে এসেছে। তিনি বলেছেন, এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এখনই এ ব্যাপারে তাড়াহুড়ো করে কিছু বলা যায় না। তদন্তের একটি দিশা রয়েছে এবং সেই দিশাতেই এগোনো হচ্ছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement