এক্সপ্লোর
Advertisement
'সুশান্ত মারা যাওয়ার শোক'! ছত্তীসগঢ়ে আত্মহত্যা ক্লাস সেভেনের ছাত্রীর
জানা গেছে, আত্মহত্যার আগে সুশান্তের 'ছিঁচোরে' ছবিটি দেখছিল সে। বাড়িতে সেই সময় কেউ ছিলেন না।
মুম্বই: ১৪ জুন। রবিবার সকালটা স্তব্ধ হয়ে গিয়েছিল একটা খবরে। সুশান্ত সিংহ রাজপুত আর নেই। প্রিয় অভিনেতার মৃত্যুটাকে মেনে পারেনি এখনও বেশিরভাগ মানুষই। তবে সেই ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা!
এমনটাই খবর মিলেছে ছত্তীসগঢ় থেকে। এক ১৩ বছরের কিশোরী নাকি সুশান্ত মারা যাওয়ার দুঃখ সামলাতে না পেরে আত্মহত্যা করেছে। বুধবার রাতে দুর্গ জেলার ভিলাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয় ক্লাস সেভেনের ছাত্রীর মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, মেয়েটির ঘর থেকে মিলেছে একটি সুইসাইড নোট। সেখানে লেখা, সুশান্তের মৃত্যুর শোক সামলাতে না পেরেই নিজের জীবন শেষ করে দিচ্ছে সে।
মৃতার পরিবারের লোকও জানিয়েছে, সে সুশান্তের প্রচণ্ড ভক্ত। অভিনেতার মৃত্যুর পর থেকেই সারাদিন তাঁর অভিনীত ছবি-গান-ভিডিও দেখত মেয়েটি।
কী লেখা ছিল সুইসাইড নোটে? পুলিশ সূত্রের খবর,
“ সুশান্তের চলে যাওয়ার জন্যই আত্মহত্যা মেয়েটির। এখন তাঁর হাতের লেখার সঙ্গে সুইসাইড নোটের লেখা মিলিয়ে দেখা হবে।"
জানা গেছে, আত্মহত্যার আগে সুশান্তের 'ছিঁচোরে' ছবিটি দেখছিল সে। বাড়িতে সেই সময় কেউ ছিলেন না।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement