এক্সপ্লোর
Advertisement
রিয়ার সুশান্তকে ছেড়ে আসায় মহেশের এত উত্সাহ কীসের, প্রশ্ন সুচিত্রার
প্রসঙ্গত, সম্প্রতি মহেশ আর রিয়ার একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সুশান্তকে ছেড়ে আসার ব্যাপারে রিয়াকে উৎসাহ দিয়ে মহেশ বলছেন, পিছন ফিরে দেখার দরকার নেই, যা অবশ্যম্ভাবী তা তো হবেই। আর এই কথোপকথনের কয়েকদিন পর ১৪ জুন চিরবিদায় নেন সুশান্ত।
মুম্বই: সুশান্ত সিং রাজপুত কাণ্ডে এবার মুখ খুললেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। সুশান্ত আর তাঁর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর সম্পর্কে চিত্রপরিচালক মহেশ ভট্টের কী ভূমিকা ছিল, সেই প্রশ্ন তুলেছেন তিনি। সিবিআই যে তদন্ত চালাচ্ছে তাতে মহেশ ভট্টকে এখনও ডেকে জি্জ্ঞাসাবাদ করা হয়েছে কীনা সেই বিষয়টিও জানতে চেয়েছেন সুচিত্রা।
টুইট করে সুচিত্রা বলেন, মহেশকে জেরা করার জন্য কি ডেকেছে সিবিআই? ৮ জুন সুশান্তকে ছেড়ে আসার ব্যাপারে রিয়াকে মহেশের এত সমর্থন কীসের, সেটা জানা গেল?
প্রসঙ্গত, সম্প্রতি মহেশ আর রিয়ার একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, সুশান্তকে ছেড়ে আসার ব্যাপারে রিয়াকে উৎসাহ দিয়ে মহেশ বলছেন, পিছন ফিরে দেখার দরকার নেই, যা অবশ্যম্ভাবী তা তো হবেই। আর এই কথোপকথনের কয়েকদিন পর ১৪ জুন চিরবিদায় নেন সুশান্ত।
প্রসঙ্গত, গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে তদন্ত করছে সিবিআই। আত্মহত্যা হয়ে থাকলে তাতে কাদের প্ররোচনা ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনার জন্য রিয়া, মহেশ সহ বহু সেলিব্রিটিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তুমুল ট্রোল করে আসছেন সুশান্ত ভক্তরা। গত দু মাস ধরে সোশ্যাল মিডিয়ায় বিস্তর কটূ কথা বর্ষিত হয়েছে বহু সেলিব্রিটির বিরুদ্ধে। পাশাপাশি বাইরে থেকে ইন্ডাস্ট্রিতে আসা অভিনেতাদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ নিয়েও জোর শোরগোল। এবার রিয়া-মহেশের সমালোচনায় গলা মেলালেন ‘কভি হাঁ, কভি না’-র অ্যানাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement