এক্সপ্লোর
কেন সুশান্তের ফ্ল্যাট ছাড়তে হয় রিয়াকে? মুম্বই পুলিশের চমকে দেওয়া তথ্য
তাছাড়াও প্রশ্ন উঠেছে, কেন মুম্বইতে থাকা সত্ত্বেও সুশান্তের শেষকৃত্যে যাননি রিয়া চক্রবর্তী।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল বিহার পুলিশ। যে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একরাশ অভিযোগ করেছেন সুশান্তের বাবা, তাঁকে জেরা করা ছাড়া কীই বা করেছে মুম্বই পুলিশ, প্রশ্ন তুলেছেন বলিউড, নেটিজেনদের একাংশ। এবার রিয়া চক্রবর্তীর মানসিক অবস্থা নিয়েও মুখ খুলল মুম্বই পুলিশ।
সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে ৮ জুন বেরিয়ে আসেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। কেন 'ডিপ্রেশনে থাকা' সুশান্তকে ছেড়ে বেরিয়ে এলেন রিয়া? মুখ খুলেছেন মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিংহ।
পুলিশকর্তার দাবি, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁরা রিয়ার বয়ান দুবার রেকর্ড করেন। তখন সুশান্তের সঙ্গে সম্পর্কের খুঁটিনাটি তো বটেই, সুশান্তের মানসিক অবস্থা সম্পর্কেও নাকি সবিস্তার জানতে চাওয়া হয়। দেখা হয় সুশান্তের যাবতীয় প্রেসক্রিপশনও।
রিয়া নাকি তখন জানিয়েছিলেন, তাঁরও মানসিক অবস্থা তখন ভাল ছিল না। তার কারণ হল, সুশান্তের সঙ্গে সম্পর্কে টানাপড়েন।
তাছাড়াও প্রশ্ন উঠেছে, কেন মুম্বইতে থাকা সত্ত্বেও সুশান্তের শেষকৃত্যে যাননি রিয়া চক্রবর্তী। তাই নিয়ে মুখ খোলেন তাঁর আইনজীবী সতীশ মানশিন্ডে। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানান, সুশান্তের শেষকৃত্যে করোনা পরিস্থিতির জেরে যে ২০ জনের তালিকা তৈরি করা হয়েছিল তাতে রিয়ার নাম বাদ পড়েছিল। সেইজন্যই মুম্বই থাকলেও সুশান্তকে শেষ বার দেখতে পারেননি রিয়া।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
খবর
Advertisement
